বাংলাদেশের বক্স অফিসে ভালো ব্যবসা করার পর উত্তর আমেরিকা কাঁপাচ্ছে শাকিবের ‘প্রিয়তমা’।
চলচ্চিত্রটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীবের বরাতে জানা গেছে, ৩ দিনে ৪৪ হাজার ডলারের ব্যবসা করেছে সিনেমাটি। বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৮ লাখ টাকা।
উত্তর আমেরিকার বক্স অফিসের ইতিহাসে যেকোনো বাংলাদেশি সিনেমার জন্য এটি চতুর্থ সর্বোচ্চ ওপেনিং।
২৯ জুন বাংলাদেশে মুক্তি পাওয়া সিনেমাটি ৭ জুলাই আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস এবং কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্টসহ প্রায় ৪২টি থিয়েটারে মুক্তি পেয়েছে ।
হলিউডে এখন চলছে সিনেমার মৌসুম। সেখানে মুক্তি পেয়েছে ‘ইন্ডিয়ানা জোনস’, ‘জয় রাইড’, ‘মিশন ইম্পসিবল’ এর মত সিনেমা। তাই গুরুত্বপূর্ণ থিয়েটারগুলোতে মুক্তি পায়নি ‘প্রিয়তমা’ । বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে, কানাডার অটোয়া, মন্ট্রিয়ল, এডমন্টন, সাস্কাটুন, রেজিনা এবং আমেরিকার ভার্জিনিয়া, সাউথ ফ্লোরিডা, পেন্সিল্ভেনিয়ার আপার ডার্বি- ল্যান্সডেল, নিউইয়র্কের বাফেলো, ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল লস এঞ্জেলেস, কানেক্টিকাট, ম্যাসাচুসেটসের কোনো থিয়েটারে ‘প্রিয়তমা’র জন্য কোন জায়গা বের করা যায়নি ।
তবে পর্যাপ্ত থিয়েটার না পেলেও বাংলাদেশ, কানাডা ও আমেরিকা মিলিয়ে বিশ্বের প্রায় ১৫২টি থিয়েটারে একসাথে চলছে শাকিবের ‘প্রিয়তমা’।