দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ১৭৯ জনের পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য জে-হোপ। দিয়েছেন বিশাল অংকের অনুদান।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের খবরে, ব্রিজ ন্যাশনাল ডিজাস্টার রিলিফ অ্যাসোসিয়েশনের মাধ্যমে উড়োজাহাজ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ১০০ মিলিয়ন ওন বা ৬৮ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন জে-হোপ ওরফে জাং হো-সিউক।
জেজু উড়োজাহাজ দুর্ঘটনা নিয়ে এক বিবৃতিতে জে-হোপ জানিয়েছেন, ‘দুর্ঘটনার খবর শুনে, আমি যতটা সম্ভব শোকাহত পরিবারগুলোকে সাহায্য করতে এই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি শোকসন্তপ্ত পরিবার ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা ও শান্ত্বনা জানাই।’
হোপ ব্রিজের মহাসচিব শিন হুন বলেছেন, ‘শোকাহত পরিবারের জন্য জে-হোপের সহায়তার জন্য আমি কৃতজ্ঞ। জে-হোপের এই অনুদান যেন শোকাহত পরিবারগুলোর কাছে সম্পূর্ণভাবে পৌঁছে দেওয়া হয় তা নিশ্চিত করার যথাসাধ্য চেষ্টা করব।’
গেল বছরের ২৯ ডিসেম্বর সকালে জেজু এয়ারের একটি যাত্রীবাহী জেট ১৭৫ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য নিয়ে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর বিস্ফোরিত হয়। এর ল্যান্ডিং গিয়ার মোতায়েন না থাকায়, উড়োজাহাজ অবতরণের সময় রানওয়ে থেকে সরে যায়, মাটিতে স্কিডিং করে এবং একটি কংক্রিটের দেয়ালে আঘাত করে। ভয়াবহ এই দুর্ঘটনায় মাত্র দুইজনকে জীবিত উদ্ধার করা গিয়েছিল।