অস্কারজয়ী কিংবদন্তি পরিচালক মার্টিন স্করসেজি এবার নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন নীরাজ ঘেওয়ানের পরিচালিত সিনেমা ‘হোমবাউন্ড’-এ। । শুধু তা-ই নয়, জাহ্নবী কাপুর ও ঈশান খাট্টার অভিনীত ছবিটির চিত্রনাট্য লেখার শুরু থেকেই জড়িত ছিলেন স্করসেজি, এমনকি সম্পাদনা পর্বেও গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
৭৮তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে প্রিমিয়ার হবে হোমবাউন্ড’-এর। ছবিটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে এক বিবৃতিতে স্করসেজি বলেন, “২০১৫ সালে নীরাজের ‘মাসান’ দেখে মুগ্ধ হয়েছিলাম।
তাই যখন মেলিতা তোস্কান দ্য প্লঁতিয়ে আমাকে ওর নতুন ছবি পাঠালেন, আমি টান অনুভব করি। ছবির গল্প মন ছুঁয়ে যায়। ‘হোমবাউন্ড’ নিঃসন্দেহে ভারতীয় সিনেমায় এক গুরুত্বপূর্ণ সংযোজন।”
এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে ‘হোমবাউন্ড’ প্রযোজক করণ জোহরও বেশ উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “প্রতিভা, দৃষ্টিভঙ্গি আর টানটান গল্পের এক দুর্দান্ত কম্বিনেশন ‘হোমবাউন্ড’। মার্টিন স্করসেজির মতো কিংবদন্তি যখন এই যাত্রায় যুক্ত হন, তখন সেই ছবি পৌঁছে যায় এক অনন্য উচ্চতায়। কান চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে গোটা দুনিয়ার দর্শকের কাছে এই ছবি পৌঁছে যাবে। আর অপেক্ষা করতে পারছি না!”
স্করসেজি আর করণ জোহরের সম্পর্কটা বেশ আগের। ২০১১ সালেই ভাইরাল হয়েছিল তাদের একসঙ্গে তোলা ছবি। যেখানে আরো ছিলেন শাহরুখ খান, লিওনার্দো ডিকাপ্রিও, পল শ্রেডার ও মুশতাক শেখও। শোনা গিয়েছিল, শাহরুখ ও ডিকাপ্রিওকে নিয়ে ‘এক্সট্রিম সিটি’ নামে একটি আন্তর্জাতিক প্রজেক্টের পরিকল্পনা হচ্ছিল, যেখানে স্করসেজি থাকবেন এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে, আর পরিচালনার দায়িত্ব নেবেন পল শ্রেডার। যদিও সেই প্রজেক্ট বাস্তবে রূপ পায়নি।
১৯৭৬ সালে মুক্তি পায় মার্টিন স্করসেজি পরিচালিত এবং পল শ্র্যাডারের লেখা সিনেমা “ট্যাক্সি ড্রাইভার”। আমেরিকান নব্য-নোয়ার যুগের এই সিনেমা দিয়েই বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন স্করসেজি। ২০০৬ সালে এই পরিচালক একাডেমি পুরস্কার লাভ করেন।