ঈদে দর্শকদের জন্য শাকিবের ‘প্রিন্স’ আর সিয়ামের ‘রাক্ষস
আসন্ন ঈদে ঢাকাই সিনেমার পর্দা জমতে যাচ্ছে দুই জনপ্রিয় নায়কের নতুন ছবিকে ঘিরে। শাকিব খান আসছেন ‘প্রিন্স: ওয়ানস আপন এ টাইম ইন ঢাকা’, আর সিয়াম আহমেদ হাজির হচ্ছেন ‘রাক্ষস’ নামের রোমান্টিক সিনেমা নিয়ে। এই ঈদে দ্বৈরথ ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে।
শাকিব খানের ছবিটির প্রথম নাম ছিল ওয়ানস আপন এ টাইম ইন ঢাকা। তবে নির্মাতা আবু হায়াত মাহমুদ পরবর্তীতে নাম পরিবর্তন করে রেখেছেন ‘প্রিন্স’। ছবিটি অ্যাকশন, ড্রামা আর ঢাকাই ঘরানার বৈশিষ্ট্য নিয়ে তৈরি হচ্ছে। দর্শকদের প্রত্যাশা, এই সিনেমা হবে শাকিব খানের ক্যারিয়ারে আরেকটি বড় সংযোজন।
অন্যদিকে, নির্মাতা মেহেদী হাসান হৃদয় তৈরি করছেন ‘রাক্ষস’, যেখানে থাকছে প্রেম আর আবেগের গল্প। রিয়েল এনার্জি প্রডাকশনস থেকে ছবিটি প্রযোজনা করা হচ্ছে। এর আগে এই প্রডাকশন হাউস বরবাদ সিনেমার মাধ্যমে সাফল্য পেয়েছিল, এবার তারা দর্শকদের জন্য আনছে সম্পূর্ণ নতুন গল্প। ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করছেন প্রার্থনা ফারদিন দীঘি, যা দর্শকদের কাছে একটি ভিন্ন রসায়নের স্বাদ এনে দেবে।
মজার বিষয় হলো, প্রথমে এই ছবিতে নায়ক হিসেবে নির্মাতা শাকিব খানকেই চাইছিলেন। কিন্তু তিনি না বলায় শেষমেশ সিয়ামকে নেওয়া হয়। এই তথ্যও ভক্তদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছে।
সবমিলিয়ে, ঈদে দ্বৈরথ ২০২৫ এ বড়পর্দায় শুরু হতে যাচ্ছে জমজমাট লড়াই—একদিকে শাকিবের প্রিন্স, অন্যদিকে সিয়ামের রাক্ষস। কোন ছবি জিতবে দর্শকের হৃদয়, তা দেখার অপেক্ষা এখন সবার।