Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুলাই ১, ২০২৪
Your Image

ইয়াশ রোহানের সাথে প্রেম: তটিনীর দায় স্বীকার

তানজিম সাইয়ারা তটিনী ও ইয়াশ রোহান । ছবি: ফেসবুক

বেশ কিছুদিন ধরে একটি পোস্টের জেরে ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর সাথে নাটকের আরেক প্রিয়মুখ অভিনেতা ইয়াশ রোহানের প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে মিডিয়াপাড়ায়। এবার এই বিষয়ে সরাসরি কথা বললেন তটিনী।

অবিকল একই রকম পোস্ট কেন করেছিলেন তটিনী ও রোহান জানতে চাইলে গণমাধ্যমকে অভিনেত্রী জানান, ‘আসলে এটা ইচ্ছাকৃত ছিল। আমরা একসঙ্গে রাফাত মজুমদার রিংকুর একটি নাটকে কাজ করেছি। ওই নাটকের প্রচারণার জন্য একসঙ্গে পোস্ট করা হয়েছে ছবিটি।’

দর্শক-ভক্তদের ভুল ধারণা ভেঙে দিয়ে তটিনী আরও বলেন, ‘আমরা প্রথমবার যখন একসঙ্গে কাজ শুরু করি, তখন থেকেই ছোট পর্দায় ইয়াশের সাথে আমার জুটি দর্শকরা দারুণ পছন্দ করেন। তখনও আমাদের নিয়ে নানা মন্তব্য করতেন তারা। শুরুতে কিছুটা ভ্যাবাচেকা খেতাম। মনে হতো, আসলে এসব ব্যাপারে কী বলব বা কী ব্যাখ্যা দেব, ঠিক ভেবে পেতাম না। কারণ, দর্শকদের বোঝানো তো সহজ নয়। তবে সত্যি এটাই যে অভিনয় সূত্রে আমরা ভালো বন্ধু। এর বেশি কিছু নয়। ‘

তটিনী আরও বলেন, ‘আমাদের প্রতি দর্শকদের অনেক কৌতূহল থাকায়, একটি নাটকের প্রচারণায় তা কাজে লাগায় রাফাত মজুমদার রিংকু ভাই। ভাইয়ার একটা নাটকের প্রচারণার অংশ হিসেবেই আমি আর ইয়াশ একই ফেসবুক পোস্ট দিতাম। একই ছবি পোস্ট করতাম। পোস্ট করা ছবির একটি ক্যাপশনে লেখা ছিল, বিশ্বকবি রবীন্দ্রনাথের সেরা উক্তি। ‘ওহে কী করিলে বলো, পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে’-এমন ক্যাপশন দর্শকরা দেখতেই মিডিয়ায় আমার আর ইয়াশের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ গুঞ্জন আসলে নাটকের প্রচারণার জন্য ইচ্ছাকৃত ছিল।’

উল্লেখ্য, বর্তমান সময়ে ছোট পর্দায় বেশ জনপ্রিয় জুটি তটিনী ও ইয়াশ। তটিনী অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবেও বিজ্ঞাপনে কাজ করেন। আর ইয়াশ একজন অভিনেতা, মডেল হওয়ার পাশাপাশি চিত্র পরিচালকও।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
0
Share