Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

‘আশিকী ৩’ এ থাকছেন নায়িকা শ্রীলীলা

হঠাৎ করেই আলোচনায় চলে এলেন অনুরাগ বসু। ‘আশিকী ৩’ এর ফার্স্ট লুক উন্মোচন করে সবাইকে চমকে দিলেন পরিচালক। ছবিটিতে বরাবরের মতো থাকছেন কার্তিক আরিয়ান। তার সাথে নতুন জুটি হওয়ার কথা ছিলো তৃপ্তি দিমরির।

কিন্তু সবাইকে চমকে দিয়ে ছবিটিতে কার্তিকের নায়িকা হয়েছেন ‘কিসিক গার্ল’ শ্রীলীলা। সিনেমার ফার্স্ট লুকে দেখা গেছে এই দুইজনকে তাদের রসায়নে বেশ খুশিই দেখা গেছে নেটিজেনদের। নতুন নায়িকাকে দেখে মুক্তির আগেই ছবি হিট বলে মন্তব্য করছেন অনেকেই।

এলোমেলো চুল, একমুখ দাড়ি-গোঁফ, হাতে গিটার। আলো-আঁধারিতে কার্তিক গেয়ে উঠেছেন একদা ভীষণ চেনা গান, ‘তু মেরি জিন্দেগি হ্যায়’। ছবির প্রথম ঝলকে কোথাও ছবির নাম লেখা নেই! গানে গানে কার্তিক জানিয়েছেন, ‘তুহি প্যায়ার তুহি চাহত… তুহি আশিকী হ্যায়’।

ফার্স্ট লুক উন্মোচনে একটি দৃশ্য | ছবি: ফেসবুক

এত দিন ধরে চলতে থাকা গুঞ্জনে ইতি টেনেছে সিনেমাটির ফার্স্ট লুক। এর আগে শোনা গিয়েছিল, অনুরাগের নাকি তৃপ্তিকে পছন্দ।

 কারণ, ‘অ্যানিমেল’ ছবির বদৌলতে নায়িকা তখন আলোচনায়। এর পরেই মুক্তি পায় ‘ভুলভুলাইয়া ৩’। সেখানেও কার্তিকের সঙ্গে জুটি বেঁধেছেন তৃপ্তি। ফলে, তাকে আরও একবার অভিনেতার বিপরীতে দেখার জন্য মুখিয়েছিলেন দর্শক।

আবার সিনেবোদ্ধাদের মতে, দুটো ছবিতে তৃপ্তির লাস্য, জৌলুস নাকি এতটাই ব্যবহৃত যে পরে অনুরাগ তার সিদ্ধান্ত পাল্টে ফেলেন। বদলে আল্লু অর্জুনের সঙ্গে ‘আইটেম ডান্স’-এ নজরে আসা শ্রীলীলাকে বেছে নেন তিনি।

তবে অনুরাগের সিদ্ধান্ত যে সঠিক, তার প্রমাণ কিছুটা হলেও পাওয়া গেছে রাতারাতি ভাইরাল হওয়া ‘আশিকী ৩’-এর ঝলকের মাধ্যমে।

পুরনো গান নতুন করে এই প্রজন্মকে ফিরিয়ে দিয়েছেন প্রীতম। ফার্স্ট লুকে জুটির বিন্দু বিন্দু ‘আশিকী’ বেশ হিট হয়েছে। গুলশন কুমার আর টি সিরিজের উত্তরাধিকারী ভূষণ কুমার এভাবেই ফিরিয়ে এনেছেন পুরোনো দিনের স্মৃতি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

সামীরাসহ ১১ জনের সম্পদ জব্দের আবেদন নথিভুক্ত সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও…
সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

নজরে পড়ার মতো কিছু করতে পারেননি সাদনিমা

সাদনিমা বিনতে নোমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর এসিআই এরোসল-এর একটি বিজ্ঞাপন দিয়ে পর্দায় আসে ছোট্ট একটি মেয়ে।…
নজরে পড়ার মতো কিছু

‘যদি রাত পোহালে শোনা যেত’- গানের গায়ক মারা গেছেন

মলয় কুমার গাঙ্গুলী ‘যদি রাত পোহালে শোনা যেত’- গানের গায়ক মলয় কুমার গাঙ্গুলী মারা গেছেন। তিনি একজন…
‘যদি রাত পোহালে শোনা যেত’
0
Share