দেশের নাটক অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নাটকে অভিনয় করলেও ২০১৫ সালে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল এই অভিনেত্রীর। তবে সিনেমায় আর আগাননি। নাটক নিয়েই তুমুল ব্যস্ত সময় পার করছেন তিনি। এদিকে বিয়ের পর আর অভিনয় করবেন না বলেও আলোড়ন তুলেছেন সম্প্রতি।
১০ বছর আগে চলচ্চিত্রে অভিষেক হলেও এখন কেন সিনেমায় অভিনয় করছেন না এই অভিনেত্রী জানতে চাইলে গণমাধ্যমকে তানিয়া বৃষ্টি তার আক্ষেপের কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘আমার কাছে সেভাবে চলচ্চিত্রের প্রস্তাব আসেনি, এমনকি এখনো আসে না। সত্যি বলতে, আমি এখন সিনেমা নিয়ে ভাবছি না। এখন নাটকেই সময় দিতে চাই। সিনেমার জন্য আলাদা প্রস্তুতির দরকার। পর্দায় অভিনয় কমিয়ে, বিরতি দিয়ে নিজেকে নতুনভাবে প্রস্তুত করে তবেই সিনেমায় আসা উচিত। মেহজাবীন আপু, সাবিলা নূরের কথা যদি বলি, তারা কিন্তু সিনেমা করার আগে বিরতি দিয়েছেন তারপর সিনেমা করেছেন। হুট করে সিনেমা করা আমার কাছে মোটেও ঠিক মনে হয় না। ভালো গল্প, পরিচালক পেলে এবং যদি আমার মনে হয় যে, হ্যাঁ, এটা হাতছাড়া করা যাবে না, তখন হয়তো আমি ভাবব। নাটক থেকে বিরতি নিয়ে নিজেকে সিনেমার জন্য প্রস্তুত করব। তার আগে নয়”।
বিয়ের পর অভিনয় ছেড়ে দেবেন তাহলে বিয়েটা কবে করছেন জানতে চাইলে তানিয়া বলেন,
আমি এখন প্রেমে নেই, কারো সঙ্গে কোনো সম্পর্কেও নেই। আমি এখন সিঙ্গেল। তাই আপাতত বিয়ে নিয়ে মাথায় কোনো চিন্তা-ভাবনাও নেই। চার-পাঁচ বছরের আগে বিয়ে করছি না। এখন পুরো মনোযোগ দিয়ে শুধু কাজটা করে যেতে চাই।“
বর্তমানে এই অভিনেত্রী গৌতম কৈরীর একটি নাটকে শুটিং করছেন। আজ সোমবার তানিয়া অভিনীত ‘জয়িতার দিনরাত্রি’ নামে নতুন একটা নাটক রিলিজ হবে। নাটকটি একটি নারীপ্রধান গল্পের নাটক।