সম্প্রতি যুক্তরাষ্ট্রে ‘তেলেগু অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা’ এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সেই অনুষ্ঠানে তেলেগু সম্প্রদায়ের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সামান্থা। গুল্টের শেয়ার করা অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, দর্শকদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলেছেন সামান্থা, এমনকি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাথা নিচুও করেন। খবর দ্য টাইমস অব ইন্ডিয়া।
দীর্ঘ অনেক বছর পর এই মঞ্চে এসে বক্তব্য দিতে পারায় নিজেই আনন্দিত সামান্থা। তিনি বলেন, ‘আমি কখনো আপনাদের ধন্যবাদ বলার সুযোগই পাইনি। আমার প্রথম ছবি থেকেই আপনারা আমাকে আপন করে নিয়েছেন। শুধু ভালোবাসাই দিয়ে গেছেন। বিশ্বাসই হচ্ছে না, আপনাদের ধন্যবাদ জানাতে ১৫ বছর লেগে গেল (মাথা নিচু করে)। যদিও দেরি হয়েছে, তবু আমি মনে করি, আমার ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ সময়ে এ মঞ্চে এসেছি। আমি সত্যিই কৃতজ্ঞ।’
একই অনুষ্ঠানে সামান্থা আরও বলেন, ‘আমি যা করেছি, যত ভুল করেছি, আপনারা কখনো আমাকে ছাড়েননি। আমি সে জন্য চিরকৃতজ্ঞ। আমি যেখানে যাই, যা করি, যেই ইন্ডাস্ট্রিতে কাজ করি না কেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার মাথায় প্রথম যে প্রশ্ন আসে—তেলেগু দর্শকেরা কি গর্বিত হবেন? এই দীর্ঘ যাত্রায় আমাকে সহায়তা করার জন্য ধন্যবাদ। আপনারা আমাকে একটি পরিচয়, একটা ঘর আর একটা আপন জায়গা দিয়েছেন। আমি সত্যিই মন থেকে বলছি।’
এ বক্তব্য শেষ করতে না করতেই কাঁদতে শুরু করেন সামান্থা।
সামান্থার সর্বশেষ প্রজেক্ট ছিল তার নিজের প্রযোজনায় তৈরি প্রথম ছবি ‘শুভম’। সিনেমাটি মুক্তি পায় গত ৯ মে। পরিচালক প্রবীণ কান্দ্রেগুলা নির্মিত এই হরর-কমেডি ছবিতে অভিনয় করেছেন হর্ষিত মালগিরেড্ডি, শ্রিয়া কোন্থাম, চারণ পেরি, শালিনি কোন্দেপুরি, গবিরেড্ডি শ্রীনিবাস ও শ্রাবণী। সামনে সামান্থার আরেক ছবি ‘বঙ্গরাম’ মুক্তি পেতে যাচ্ছে।