আজকে প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি পেয়েছে নেপালি সিনেমা ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’। স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় সিনেমাটি মুক্তি পেয়েছে। কেন্দ্রীয় দুই চরিত্র রাম ও সীতার ভূমিকায় অভিনয় করেছেন নাজির হুসেন ও সৃষ্টি শ্রেষ্ঠা।
মুক্তির আগে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এ প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন সিনেমার নায়ক নাজির হুসেন। উপস্থিত ছিলেন সিনেমাটির নির্মাতা দীপেন্দ্র গাউছান। বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত মান্যবর ঘনশ্যাম ভাণ্ডারীও এ সিনেমার প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন। এছাড়া সিনেমাটি দেখতে উপস্থিত হন বাংলাদেশে অধ্যয়নরত একঝাঁক নেপালি শিক্ষার্থী।
নাজির হুসেন আরও বলেন, “বাংলাদেশের ঢাকায় আসতে পেরে আমি খুব খুশি। ছুটির দিন শুক্রবার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’। এটাই বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত প্রথম নেপালের সিনেমা। যে কারণে আমি অনেক বেশি খুশি।“
গত ২৪ জানুয়ারি নেপালে মুক্তির পর প্রশংসিত হয়েছিল মিসিং: কেটি হারায়েকো সূচনা সিনেমাটি। ২ ঘণ্টা ৪০ মিনিটের এ নেপালি ভাষার সিনেমাটি নির্মিত হয়েছে লোকজ সংস্কৃতি ও ভিন্ন সম্প্রদায়ের প্রেমের গল্প নিয়ে।
ছবির কাহিনি আবর্তিত হয়েছে দুই চরিত্রকে ঘিরে। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় তাদের। এরপর এক ক্যাফেতে হয় প্রথম দেখা হয়। অনিচ্ছাকৃত ঘটনায় সেখান থেকে কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে মেয়েকে অপহরণ করে ছেলেটি। সেখান থেকেই শুরু হয় অপহরণের ‘ভুল–বোঝাবুঝির’ যাত্রা।
তবে, বিপরীতে সাফটা চুক্তির আওতায় আজ নেপালে মুক্তি পেয়েছে বাংলাদেশের ‘ন ডরাই’।