নতুন অ্যালবাম মুক্তির আগে শরীরে শক্তি যোগানোর জন্য আইভি ড্রিপের সাহায্য নিচ্ছেন জাংকুক।
তারকাদের সাথে ভক্তদের যোগাযোগের জন্য নির্মিত দক্ষিণ কোরিয়ার প্ল্যাটফর্ম ওয়েভার্সে ৪ অক্টোবর অনুরাগীদের সাথে কথা বলার সময় কথাগুলো জানান দক্ষিণ কোরিয়ার এই তারকা।
জাংকুক তার অনুরাগীদের বলেন, নিজের ওজনের প্রতি সচেতন থাকায় বুধবার (৪ অক্টোবর) খাবার খাননি তিনি ; তবে আইভি ড্রিপ থেকে কিছু শক্তির যোগান পেয়েছেন ।
এসময় তিনি আরও জানান, অ্যালবামটি মুক্তির আগে কিছু প্রমোশনাল ইভেন্টের জন্য অতিরিক্ত অনুশীলন ও ঘুমানোর সময় না পাওয়ার কারণে ক্লান্ত থাকলেও নিজের সেরাটা দিয়ে কাজ করার চেষ্টা করে যাবেন তিনি।
অক্টোবর মাসের ৩ তারিখে দক্ষিণ কোরিয়ার মিউজিক লেবেল ‘বিগ হিট এন্টারটেইনমেন্ট’ জাংকুকের সোলো মিউজিক অ্যালবাম ‘গোল্ডেন’-এর মুক্তির ঘোষণা দেয়। ১১ টি ট্র্যাক নিয়ে নভেম্বর মাসের তিন তারিখে ‘গোল্ডেন’ মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।
৪ অক্টোবর অ্যালবামটির প্রমোশনাল শিডিউল খোদ অনুরাগীদের সাথে শেয়ার করেন জাংকুক। ২২ মার্কিন ডলারের বিনিময়ে অ্যালবামটির প্রি-অর্ডার করা যাবে ওয়েভার্সের যুক্তরাষ্ট্রের দোকানগুলোতে ।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে, জাংকুককে আদর করে ভক্তদের দেওয়া নাম “ গোল্ডেন মাকনা’ এবং ২০১৭ সাল থেকে জাংকুকের নিজের শুট এবং এডিট করা ট্রাভেল সিরিজ ‘গোল্ডেন ক্লোসেট ফিল্মস’ থেকে অনুপ্রাণিত হয়ে তারকা নিজের প্রথম অ্যালবামের নাম রেখেছেন ‘ গোল্ডেন’।
তার অ্যালবাম মুক্তির আগে ‘বিগ হিট এন্টারটেইনমেন্ট’ থেকে একটি প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়, একক সঙ্গীত শিল্পী হিসেবে জাংকুকের ক্যারিয়ারের সোনালি মুহূর্ত থেকেই ‘গোল্ডেন’ নামটির ধারণা নেওয়া হয়েছে।
অ্যালবামটি মুক্তির আগে বিভিন্ন প্রমোশনাল ইভেন্টে পারফর্ম করবেন তারকা। আর তাই নিজের ওজনের প্রতি বেশি যত্নশীল হচ্ছেন জাংকুক।
তবে তারকার প্রথম একক অ্যালবামের মুক্তির জন্য বরাবরই মুখিয়ে আছে তার অনুরাগীরা।