দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিচ্ছেদ সম্পূর্ণ হলো সাবেক হলিউড জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাডের পিটের। খবরটি নিশ্চিত করেছেন জোলির আইনজীবী জেমস সাইমন।
আইনজীবী জেমস সাইমন পিপল ম্যাগাজিনকে জানান, গত বছরের ৩০ ডিসেম্বর চূড়ান্ত বিবাহবিচ্ছেদে স্বাক্ষর করেছেন জোলি ও পিট। পিপল ম্যাগাজিনকে জেমস আরো বলেন, ‘আট বছরেরও বেশি আগে, মি. পিটের কাছ থেকে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন অ্যাঞ্জেলিনা। তিনি ও তার সন্তানেরা মি. পিটের সঙ্গে শেয়ার করা সমস্ত সম্পত্তি রেখে গেছেন এবং সেই সময় থেকে জোলি তার পরিবারের স্বস্তির দিকে মনোনিবেশ করেছেন।
তিনি আরও বলেন, ‘এটি একটি দীর্ঘ চলমান প্রক্রিয়ার অংশ, যা আট বছর আগে শুরু হয়েছিল। সত্যি বলতে অ্যাঞ্জেলিনা ক্লান্ত, কিন্তু একটি অধ্যায় মীমাংসা হওয়ায় তিনি স্বস্তি পেয়েছেন।’ ২০১৬ সাল থেকে চলা আইনি লড়াই অবশেষে মীমাংসিত হয়েছে। মূলত সাত সন্তানের অভিভাবকত্ব কে নেবেন এই নিয়েই লড়াইটা শুরু হয়েছিল। ২০২১ সালে আদালত তাদের সন্তানের যৌথ অভিভাবকত্বের সিদ্ধান্ত দেন।
উল্লেখ্য, ২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার মাধ্যমে জোলি ও পিটের পরিচয়। পরবর্তী সময়ে প্রেম তারপর বিয়ে করেন। ভক্তদের কাছে তারা পরিচিতি পেয়েছিলেন ‘ব্যাঞ্জেলিনা’ নামে। ব্র্যাড পিটের এটি ছিল দ্বিতীয় বিয়ে। জোলির তৃতীয়। এর আগে অভিনেতা বিলি বব থর্নটন এবং জনি লি মিলারকে বিয়ে করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি।