হলিউডের জনপ্রিয় ছবি ‘দ্য ইন্টার্ন’- এর হিন্দি রিমেক করার ঘোষণা আসে ২০২০ সালে। তখন মুখ্য চরিত্রে নির্বাচিত করা হয় দীপিকা পাড়ুকোন এবং অমিতাভ বচ্চনকে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা ছবির কাজ শুরু হতে যাওয়ার মুহুর্তে ছবিটি থেকে সরে দাঁড়ালেন দীপিকা পাড়ুকোন।
দীপিকার পরিবর্তে অন্য অভিনেত্রীকে নিয়ে শুরু হবে ছবির শুটিং। নিজের প্রডাকশন হাউসের ছবি তৈরিতে মনোনিবেশ করবেন বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা।
অ্যান হ্যাথাওয়ে এবং রবার্ট ডি নিরো অভিনীত ২০১৫ সালের হলিউডের এই ছবিটি ২০২০ সালে দীপিকার কেএ প্রডাকশনস রিমেক করার স্বত্ব অর্জন করে। প্রাথমিকভাবে রবার্ট ডি নিরো অভিনীত চরিত্রে ঋষি কাপুরের অভিনয় করার কথা ছিল।
ছবিটি ঘোষণার পর কোভিড, দীপিকার মাতৃত্বকালীন ছুটি এবং সময়সূচি পরিবর্তনের ফলে ছবিটির কাজ পিছিয়ে যায়।
ভারতীয় এক সংবাদমাধ্যমকে দীপিকা ঘনিষ্ট সূত্র বলেছেন, “এবার, দীপিকা ছবিতে অভিনয় থেকে সরে আসবেন এবং শুধুমাত্র একজন প্রযোজক হিসাবে কাজ করবেন। সৃজনশীল এবং লজিস্টিক রিবুটও তত্ত্বাবধান করবেন। এক সময় তার যে চরিত্রে অভিনয় করার কথা ছিল, সেই চরিত্রে অভিনয় করার জন্য অন্য একজন অভিনেত্রীকে কাস্ট করা হয়েছে।‘
তিনি আরও জানান, আগামী বছর দীপিকার পরিকল্পিত পাঁচটি প্রকল্পের মধ্যে ইন্টার্ন হলো প্রথম।
দীপিকার ২০২১ সালের ইনস্টাগ্রাম পোস্ট অনুসারে, দ্য ইন্টার্ন-এর রিমেকটি সুনীল খেতেরপালের সঙ্গে প্রযোজনা করবে ওয়ার্নার ব্রাদার্স ইন্ডিয়া, কা প্রোডাকশনস এবং আজুর এন্টারটেইনমেন্ট। ছবিটি পরিচালনা করার কথা ছিল অমিত রবীন্দ্রনাথ শর্মার।