১৯৯৪ সালের অ্যানিমেটেড সিনেমা লায়ন কিং-এর মুফাসা চরিত্রে কণ্ঠ দেওয়া জনপ্রিয় আমেরিকান অভিনেতা জেমস আর্ল জোনস আর নেই। ৯ সেপ্টেম্বর সকালে পরপারে পাড়ি জমিয়েছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
অভিনেতার এজেন্ট ব্যারি ম্যাকফারসন মার্কিন গণমাধ্যমকে অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জোনসের মৃত্যুর কারণ এখনও জানা যায় নি।
জেমস আর্ল জোনস শুধু ডার্থ ভেডারের কণ্ঠস্বরই দেননি, পাশাপাশি তিনি হলিউডের একাধিক কালজয়ী চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। তার অন্যতম জনপ্রিয় কাজগুলোর মধ্যে রয়েছে স্ট্যানলি কুব্রিকের ‘ড. স্ট্রেঞ্জলাভ অপ হাউ আই লার্নড টু স্টপ ওরিং এন্ড লাভ দ্য বম্ব’ (১৯৬৩), কোনান দ্য বার্বারিয়ান (১৯৮২), কামিং টু আমেরিকা (১৯৮৮), সামার্সবি (১৯৯৩)। দ্য লায়ন কিং (১৯৯৪) চলচ্চিত্রে তিদনি মুফাসার চরিত্রে কণ্ঠ দিয়েছেন । ভয়েস আর্টিস্ট ছাড়াও কয়েক ডজন জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন জোনস। এর মধ্যে ‘ফিল্ড অব ড্রিমস’, ‘কামিং টু আমেরিকা’, ‘কোনান দ্য বারবারিয়ান’ উল্লেখযোগ্য।
নিজের কাজের স্বীকৃতিস্বরূপ দুটি এমি ও একটি গ্র্যামি পুরস্কার জিতেছিলেন অভিনেতা জেমস।
প্রসঙ্গত, ১৯৩১ সালে মিসিসিপির আরকাবুতলায় জন্মগ্রহণ করেন জোনস। শৈশব থেকেই তাঁর তোতলামি ছিল। তবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে এই অভিনেতা বলেছিলেন, কবিতা ও অভিনয় তাঁকে অক্ষমতার চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সহায়তা করেছিল।