Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, অক্টোবর ৬, ২০২৫

অবশেষে গান নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা

অবশেষে গান নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা

অবশেষে গান নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা

২০২২ সালে প্রথম যাত্রা করে কোক স্টুডিও বাংলা। প্রথম মৌসুমে ১০টি গানও প্রকাশিত হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। শ্রোতামহলে বেশ জনপ্রিয়তা অর্জন করে হঠাৎ করেই আবার নাই হয়ে গিয়েছিলো কোক স্টুডিও বাংলা। প্রায় বছরখানেক ধরেই আসছিলো না কোন গান। শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পরবর্তী গানের। অবশেষে গান নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা । নতুন মৌসুমে দর্শক-শ্রোতাদের জন্য থাকছে ভিন্ন স্বাদের গান, চমকপ্রদ কোলাবরেশন ও অনন্য উপস্থাপনায় ভরপুর এক সঙ্গীত উৎসব।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্ল্যাটফর্মটি জানিয়েছে, ২৩ আগস্ট তৃতীয় মৌসুমের পরবর্তী গান প্রকাশ হবে। ১৮০ সুরকার ও শিল্পীদের অংশগ্রহণে ২০২৪ সালের ১৩ এপ্রিল কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের প্রচার শুরু হয়েছিল। এই মৌসুমের তিনটি গান প্রকাশিত হয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ২৫ মে প্রকাশিত হয়েছিল তৃতীয় গান ‘অবাক ভালোবাসা’। এরপর কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের আর কোনো গান আসেনি।

প্ল্যাটফর্মটি বলছে, সামনে আসতে চলেছে আরও ছয়টি গান, যেখানে তারকা শিল্পীদের পাশাপাশি থাকছেন উদীয়মানরা, যা সৃজনশীলতার সীমা আরও প্রসারিত করবে। আবারও দর্শক–শ্রোতারা উপভোগ করতে পারবেন দেশের সাংস্কৃতিক অঙ্গনে আইকনে পরিণত হওয়া কোক স্টুডিও বাংলার মিউজিক্যাল ফিউশন, প্রাণবন্ত পারফরম্যান্স ও চমকপ্রদ সব আয়োজন।

কোক স্টুডিও বাংলা নিয়ে উচ্ছ্বাস এমডির

কোকাকোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু–উন নাহার বলেন, ‘আবারও আমাদের শ্রোতাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। শুরু থেকেই কোক স্টুডিও বাংলা সবচেয়ে সুন্দর ও সৃজনশীলভাবে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও সংগীতের ঐতিহ্য তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। সিজনের বাকি অংশে থাকছে বেশ কিছু অসাধারণ মুহূর্ত ও চমক, যেগুলো দর্শকদের সামনে তুলে ধরার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব নতুন গান নিয়ে তিনি বলেন, ‘এই সিজনে প্রতিভাবান শিল্পীদের একত্র করা হয়েছে এবং তারা মিলে দারুণ কিছু তৈরি করেছেন। আমি খুবই আশাবাদী যে প্রতিটি গান সৃষ্টির সময় আমরা যে আবেগ ও আনন্দ অনুভব করেছি, আমাদের শ্রোতারাও সেটা অনুভব করবেন।’

শ্রোতারা স্পটিফাই ও কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এসব মনমাতানো পরিবেশনা উপভোগ করতে পারবেন। ফলে বাংলাদেশের সংগীত দেশের সীমানা ছাড়িয়ে আরও একবার প্রতিধ্বনিত হবে বিশ্বজুড়ে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বক্স অফিস মাতাচ্ছে ‘কানতারা,ভারত মাতাচ্ছে রুক্মিণী   

তরুণী অভিনেত্রী রুক্মিণী দক্ষিণী সিনেমার অন্যতম আলোচিত সিনেমা ‘কানতারা: চ্যাপ্টার ১’ । প্রথম কিস্তিতে রীতিমতো…

অবশেষে জানা গেল জেমসের মাথায় গামছা পড়ার কাহিনী

জেমসের মাথায় গামছা পড়ার রহস্য বাংলা রক সংগীতের কিংবদন্তী শিল্পী জেমসের অনেক বিষয়ই এখনো অজানা শ্রোতাদের কাছে।…

৫০ মাসের কারাদণ্ড পেলেন র‍্যাপার শন ‘ডিডি’ কম্বস

যৌন ব্যবসায় প্ররোচিত করার অভিযোগে সংগীত জগতে সফল ক্যারিয়ার থাকা সত্ত্বেও ভয়ংকর অপরাধের দায় এড়াতে পারলেন না…
Exit mobile version