ঢাকার ঐতিহ্যবাহী জামদানি শাড়িকে ব্যতিক্রমী নকশায় গায়ে জড়িয়ে মুম্বাইয়ের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসরে তাক লাগিয়েছেন দুই বাংলার পরিচিত মুখ, অভিনেত্রী জয়া আহসান।
অভিনেত্রীর পরণে থাকা শাড়ির পাশাপাশি আরেকটি চমকপ্রদ তথ্য হলো বাহারি সাজের এই শাড়ি তৈরি করতে সময় লেগেছে ৬ মাস!
বিষয়টি নিশ্চিত করে ৩ ডিসেম্বর, মঙ্গলবার জয়া আহসান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ‘সবসময় আমার সাজ পোশাকের মাধ্যমে আমি যে সংস্কৃতি থেকে উঠে এসেছি তা উপস্থাপন করার চেষ্টা করি। অনেক দিন ধরে আমার পরিকল্পনা ছিল একটু অন্যরকম করে জামদানি শাড়ি পরবো। আর তার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের চেয়ে বড় মঞ্চ কী হতে পারে! এ আয়োজনে নামিদামি অনেক শিল্পীদের সঙ্গে দেখা হয়। আমাকে আবারও এমন সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ, ফিল্মফেয়ারকে।’
জয়ার সেই পোস্টে ভক্তরাও নানা রকম মন্তব্য করেছেন। অনেকেই অভিনেত্রীর এই সাজের প্রশংসা করেছেন।