নায়ক নয়, ক্রিকেটার হতেই ঢাকায় এসেছিলেন জায়েদ খান। সম্প্রতি একটি আলাপে তিনি বলেন, ‘আমি নিজেও একজন ক্রিকেটার ছিলাম। আমি বডি ল্যাংগুয়েজ বুঝি।’ এরপরেই তিনি জানান, ক্রিকেটার হতেই তার ঢাকায় আসা। আর হয়ে গেছেন নায়ক!
তিনি আরও জানান, বরাবরই ভালো ক্রিকেট খেলতেন এই অভিনেতা। পিরোজপুর জেলা দলে অলরাউন্ডার হিসেবেও খেলেছেন তিনি। অনেকদূর থেকে এসে বোলিং করতে পারতেন। করতেন ব্যাটিংও। শুধুমাত্র উইকেট কিপিংটাই করা হয়নি তার।
পছন্দের তালিকায় ছিলেন ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসের মতন ক্রিকেটাররা। নিজে অনুসরণ করতেন ওয়াসিম আকরামকে।
ফাস্ট বোলার হিসেবে তার সামনে যেকোনো ব্যাটসম্যান দাঁড়াতেই ভয় পেত। নির্ধারিত দুরুত্ব নয় বরং মাঠের সীমানা থেকে ছুটে এসে ফাস্ট বল করতেন জায়েদ খান। ঢাকায় এসে বিভিন্ন ক্লাবেও ক্রিকেট খেলেছেন। তবে জাতীয় দলের জন্য প্রস্তুতির সময়টায় তিনি বুঝতে পারেন, মাঠ নয়- রূপালি পর্দাই তার প্রথম পছন্দ।
এমনকি নিজের ফেসবুকেও তিনি ছবি দিয়েছিলেন জার্সি পরে। আর ক্যাপশন দিয়েছিলেন, ’মাঠে আমারই যেতে হবে’।