নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘ডিয়ার মা’ সিনেমায় প্রথমবারের মত মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
দীর্ঘ ১০ বছর পর আবার বাংলা সিনেমা নির্মান করছেন অনিরুদ্ধ। মা-মেয়ের গল্পে নির্মিত ছবিতে প্রধান ভুমিকায় থাকছেন জয়া।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে, মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে ‘ডিয়ার মা’-য়ের শুটিং।
সুখবরটি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। পোষ্টে লিখেছেন, ‘কড়ক সিংয়ের পর আবার আমাকে সিনেমায় সুযোগ দেয়ার জন্য অনিরুদ্ধ রায়চৌধুরীকে ধন্যবাদ। চন্দর রায় সান্যাল, ধৃতিমান চ্যাটার্চি, শাশ্বত চ্যাটার্জি, অনুভা ফতেহপুরিয়া ও পদ্মপ্রিয়াদের মতো চমৎকার অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করব ভেবেই আমি উচ্ছ্বসিত। শিগগিরই শুরু হবে শুটিং।’
ফোনে গণমাধ্যমকে জয়া জানিয়েছেন, ‘টনিদার সাথে ছবি করবো বলে অনেক দিন ধরে ভাবছিলাম। আমিও অপেক্ষা করছিলাম, কখন ডাকবেন তিনি। কিন্তু মাঝে হিন্দি ছবিটা (কড়ক সিং) চলে এলো। আমরাও সেটা করে ফেললাম। এই বাংলা ছবিটা যখন তৈরি হলো, আমাকে শোনালেন, তখন ভাবলাম, তিনি বেশ কিছুদিন আগে থেকেই এমনটা ভাবছেন। আমাদের বেশ কিছুদিন ধরে কথাবার্তা চলছিল। অবশেষে সব চূড়ান্ত হলো।’
‘ডিয়ার মা’ সিনেমায় নিউক্লিয়ার পরিবারের বাবা-মা ও সন্তানের মধ্যকার সম্পর্কের বর্তমান রূপটি তুলে আনতে চেয়েছেন পরিচালক।