২৪ মে বিজয়ী সিনেমা, নায়ক, নায়িকা, পরিচালক, শর্ট ফিল্মসহ নানা ক্যাটেগরির নাম ঘোষণার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে ২০২৫ সালের ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
এবারের কান উৎসবে সেরা সিনেমার পুরস্কার স্বর্ণপাম জিতেছে ইরানী নির্মাতা জাফর পানাহির “ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’।
গ্রাঁন্ড পিক্স ( গ্রাঁ পি) জিতেছে সেন্টিমেন্টাল ভ্যালু’। পরিচালক ইয়েকিম ত্রিয়ার।
সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন ক্লেবার মেনডোরসে ফিল। সিনেমা দ্য সিক্রেট এজেন্ট।
সেরা অভিনেত্রী হয়েছেন নাদিয়া মেল্লিতি। সিনেমা লিটল সিস্টার।
সেরা অভিনেতা হয়েছেন ওয়ানার মাউরা। সিনেমা দ্য সিক্রেট এজেন্ট।
ক্যামেরা দ’অর জিতেছে সিনেমা ‘দ্য প্রেসিডেন্টস কেক’। পরিচালক হাসান হাদি।
স্বল্পদৈর্ঘ্য বিভাগে স্বর্ণপাম জিতেছে সিনেমা “আই’য়্যাম গ্লাড ইউ আর ডেড নাউ’। পরিচালক তৌফিক বারহম।
স্পেশাল ম্যানসন সিনেমা “আলী”। পরিচালক আদনান আল রাজীব ( বাংলাদেশ)।
আঁ সার্তে রিগা বিভাগে সেরা সিনেমা হয়েছে ‘দ্য মিস্ট্রিরিয়াস গেজ অব দ্য ফ্লেমিঙ্গো’।