২০২৩ সালে পর পর তিনটি ব্লকবাস্টার দিয়ে চার বছর বিরতির পর সিনেমায় ফেরেন বলিউড কিং শাহরুখ খান। এবার শোনা যাচ্ছে, শাহরুখের সাড়া জাগানো ছবি ‘ম্যায় হু না’র দ্বিতীয় কিস্তি আসতে চলেছে। চলচ্চিত্রটির কাহিনীকার ও পরিচালক ফারাহ খানের পরিচালনাতেই আসছে দ্বিতীয় কিস্তি। কিন্তু ছবিটিতে শাহরুখ থাকবেন কিনা, তা নিয়ে রয়েছে প্রশ্ন।
এর আগে দীর্ঘদিনের বিরতির পর ২০২৩ সালে রূপালী পর্দায় ফিরে দর্শকদের উপহার দেন ‘ডানকি’ ‘জওয়ান’ ও ‘পাঠান’। এখন বড় ছেলে আরিয়ানকে নিয়ে নিজেদের প্রোডাকশন হাউজের কাজে ব্যস্ত বলিউডের বাদশাহ। তার মধ্যেই এলো এই খবর।
পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ম্যায় হু না টু’ তৈরি নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান। সিনেমার চিত্রনাট্য শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন শুধু। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে চিত্রনাট্যের প্রথম খসড়াটি শুনবেন এবং তারপরেই অভিনয়ের সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে।
তবে ‘ম্যায় হু না’র দ্বিতীয় কিস্তি শাহরুখের চেয়ে মূলত ফারাহ’র কামব্যাক প্রোজেক্ট।
এই ছবিটির প্রথম কিস্তি ছিল শাহরুখ খান এবং গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অধীনে প্রযোজিত প্রথম ছবি। ছবিতে শাহরুখের চার্ম, রোম্যান্টিক মেজাজ, অ্যাকশন সিনেমাটিকে সুপারহিট করে তুলেছিলো। যার কারণেই বাণিজ্যিকভাবে সফলতার মুখ দেখে সিনেমাটি। এই সাফল্যের পরেই ফারাহ ও শাহরুখের একসাথে আরো কয়েকটি সিনেমা করা হয় এক সাথে।