৬ নভেম্বর বিকেলে দেখা গেছে, ফেসবুকে প্রায় ১০ হাজারেরও বেশিবার ‘কমলার বনবাস’ শব্দটি নিয়ে আলোচনা করেছেন। ফেসবুকে ‘কমলার বনবাস’ নামটি ‘পপুলার নাউ’ হিসেবে দেখাচ্ছে।
ঢালিউডের জনপ্রিয় ফোক ফিল্ম ‘কমলার বনবাস’। সিনেমাটি নির্মাণ করেছেন ফিরোজ আল মামুন। কিন্তু মুক্তির প্রায় তিন দশক পর হঠাৎ করেই ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে।
বুধবার দুপুরের পর থেকে ছবির পোস্টার শেয়ার করছেন অনেকে। কেউ কেউ ফেসবুক পোস্টে ছবির নাম লিখেছেন। টিভির প্রিয় মুখ বিজরী বরকতউল্লাহসহ আরও অনেকে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কমলার বনবাস’। সঙ্গে দুঃখের ইমোটিকন জুড়ে দিয়েছেন।
এছাড়াও তরুণ গায়ক অয়ন চাকলাদার লিখেছেন, ‘তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।’
হঠাৎ করে ছবিটি নিয়ে এত চর্চা কেন? ফেসবুকে কেউ কেউ ইঙ্গিত করছেন, মার্কিন নির্বাচনে কমলা হ্যারিসের ভরাডুবিকে প্রতীকীভাবে ‘কমলার বনবাস’-এর সঙ্গে তুলনা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়াই করে হেরে গেছেন কমলা হ্যারিস!