সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন যতটা না সফল পর্দায়, তার থেকে বেশি সফল যেন দর্শনে। তার কথায়, আচারে আচরণে ঠিক বোঝা যায়, কেন বিশ্বকে প্রতিনিধিত্ব করেছেন। ঠিক তিরিশ বছর আগে তিনি ভারতের বিশাল মঞ্চ হিসেবে খ্যাত, ফেমিনা মিস ইন্ডিয়া হয়েছিলেন।
অবশেষে গান নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা
২০২২ সালে প্রথম যাত্রা করে কোক স্টুডিও বাংলা। প্রথম মৌসুমে ১০টি গানও প্রকাশিত হয় এই অনুষ্ঠানের মাধ্যমে।…