বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে বরাবরই সোচ্চার ছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। এবার গায়কের সাথে দেখা হলো আন্দোলনের সম্মুখসারির দুই যোদ্ধার সাথে। তারা হলেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।
২৮ অক্টোবর আসিফ তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে সারজিস ও হাসনাতের সাথে তোলা একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে মাঝখানে দাঁড়িয়েছেন আসিফ, আর তার দুইপাশে সারজিস ও হাসনাত। গায়ক ছবিটির পোস্টে দীর্ঘ ক্যাপশন লিখেছেন।
আসিফের পোস্টে লেখা, ‘জুলাই বিপ্লবের দুই সফল অধিনায়ক এসেছিলেন ধন্যবাদ জানাতে জেন জেডের পক্ষ থেকে। তাদের সাথে দেশ সমাজ রাজনীতির পাশাপাশি সঙ্গীত আর মিডিয়া নিয়েও গল্প হলো। এরা যথেষ্ট জ্ঞানী এবং স্মার্ট।’
আসিফ আরও লিখেছেন, ‘৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে বাংলাদেশ মু্ক্তি পেয়েছিল দুঃসহ অবস্থা থেকে। ছাত্র জনতার জুলাই বিপ্লব এনে দিয়েছে আওয়ামী- বাকশালীদের খুনিতন্ত্র থেকে মুক্তি।’
সবশেষে গায়ক লিখেছেন, ‘জেড ফোরস এর নভেম্বর বিপ্লব আর জেন জেড এর জুলাই বিপ্লব সমুন্নত থাকুক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাসে।’
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ভূমিকা পালন করতে দেখা যায় আসিফকে। রাজনৈতিক কারণবশত দীর্ঘদিন তাকে দেশের কনসার্টে দেখা যায়নি। পরবর্তীতে ছাত্র-জনতার আন্দোলনে নিজের ছেলেকে নিয়ে রাজপথে নেমে বাংলাদেশের সাবেক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেন এই গায়ক। আসিফের প্রতিবাদী কণ্ঠ আন্দোলনের সময় বেশ নাড়া দিতে সক্ষম হয় সাধারণ জনগণকে।