Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

সাইফ কন্যার ‘ওয়েট লস’ জার্নি

বাবা সাইফ আলি খানের সাথে সারা আলি খান | ছবি: হিন্দুস্তান টাইমস

৯৬ কেজি থেকে সিনেমায় অভিষেকের ঠিক আগে স্লিম-ফিট এন্ড ফাইন হয়ে পর্দায় এসে চমকে দিয়েছিলেন সাইফ আলি খান কন্যা, বলিউড অভিনেত্রী সারা আলি খান। কিন্তু কেমন ছিল সারার ওয়েট লস জার্নি?

খাওয়াদাওয়ায় চরম অনিয়ম আর পলিসিস্টিক ওভারির সমস্যা, সব মিলিয়ে বরাবরই ওভার ওয়েট ছিলেন সাইফ কন্যা। মোটা, মুটকি, হাতির মত নানান কটাক্ষ শুনতে শুনতে নিজেকে বদলানোর দৃঢ় প্রতিজ্ঞা করেন। যেই ভাবা সেই কাজ। ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার সাথে সাক্ষাৎকারে সারা জানিয়েছিলেন, ‘দৃঢ় সংকল্প, সঠিক ডায়েট এবং কার্ডিও এবং ওয়েট ট্রেনিং — সহজভাবে অনুশীলন, সংযম নিয়মানুবর্তিতা মেনেই ৪৫ কেজি ওজন কমিয়েছিলাম আমি।’

সারা আলি খান (আগের ও পরের ছবি)

অভিনেত্রী বলেন, ‘আমার ওজন শুধু বেশি ছিল বললে ভুল হবে। মি ওজন মাপার স্কেলটাই ভেঙেছি। অনেক সময় আপনার জীবন নিম্নমুখী হয়ে যায়। সুতরাং, যখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন এবং দেখেন আপনার ওজন ৮৫ কেজি এবং কোনও ড্রেস আপনার শরীরে ফিট করে না, আপনার মনে হয় ৮৫ আর ৯৬-এর মধ্যে বিশেষ ফারাক নেই – এটাই আমার সাথে ঘটতে শুরু করেছিল।’

অনুপ্রেরণা সম্পর্কে সাইফ কন্যার ভাষ্য, ‘আমি বিশাল মোটা ছিলাম। এটা কোনও পর্যায়েই স্বাস্থ্যকর ছিল না। এটা আমাকে হরমোনগতভাবে প্রভাবিত করছিল, যা এখনও ঘটে। যখনই আমি অতিরিক্ত খেয়ে ফেলি বা ৬০ কেজি ওজন হয়, আমি আর স্বাস্থ্যকর থাকি না। তাই আপনি কী খাচ্ছেন তার উপর আপনার অবশ্যই নজর রাখা উচিত কারণ এটি আপনার শরীরিক গঠনের পাশাপাশি আপনার হরমোনের ভারসাম্যকেও প্রভাবিত করে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ’। অবিসিটি বা স্থূলতা আপনার মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে।’

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ছবিপ্রতি কত পারিশ্রমিক নেন শাহরুখ-আল্লুরা?  

ভারতীয় তারকারা বরাবরই উচ্চ পারিশ্রমিকের জন্য পরিচিত। জানেন কি ভারতের শীর্ষ ১০ তারকাদের গড়ে পারিশ্রমিক কত?…

প্রশংসায় ভাসছেন ফারিণ

মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের ‘পপুলার’ গানটি খালি গলায় কভার করে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী তাসনিয়া…

সাইফ আলীর অস্ত্রোপচার সম্পন্ন, শরীর থেকে যা মিললো!  

১৬ জানুয়ারি প্রথম প্রহরে নিজ বাড়িতে ভয়াবহ হামলার শিকার বলিউড অভিনেতা সাইফ আলী খানের অস্ত্রোপচার সম্পন্ন…
0
Share