Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫

সঞ্জয় কাপুরের ৪১ হাজার কোটি টাকা নিয়ে চলছে লড়াই

কারিশমা কাপুরের সাবেক স্বামী ও ভারতীয় শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তার সম্পত্তি নিয়ে পরিবারে শুরু হয়েছে জটিলতা। সঞ্জয় কাপুরের ৪১ হাজার কোটি টাকা নিয়ে চলছে লড়াই। সম্পত্তি নিয়ে এই দ্বন্দ্বে মুখোমুখি হয়েছেন তিনপক্ষ। এতে আছেন সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া কাপুর, সাবেক স্ত্রী বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের দুই সন্তান সামাইরা ও কিয়ান এবং সঞ্জয়ের মা রানি কাপুর। এ লড়াই পরিবার ছাড়িয়ে দিল্লি হাইকোর্টেও পৌঁছে গেছে। এরই মাঝে প্রিয়া কাপুর দেখালেন চমক। হাজির হলেন স্বামীর ব্যবসায় প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দিল্লিতে অটো কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির বৈঠকে যোগ দেন প্রিয়া। তিনি অরিয়াস ইনভেস্টমেন্টের পরিচালক হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই প্রয়াত সঞ্জয় কাপুরকে শ্রদ্ধা জানানো হয়। প্রিয়া বৈঠকে জানান, শিল্প সংস্থা যেকোনো দায়িত্ব তাকে দিলে, তিনি তা গ্রহণে প্রস্তুত। জানা গেছে সঞ্জয়ের স্ত্রী প্রিয়াকে আমন্ত্রণ জানিয়েই বৈঠকে ডাকা হয়েছিল।

গত জুনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয় কাপুর। তার মৃত্যুর পরই অরিয়াস ইনভেস্টমেন্টের পরিচালক পদে বসানো হয় প্রিয়াকে। তবে এই নিয়োগ মেনে নেননি সঞ্জয়ের মা রানি কাপুর ও বোন মন্দিরা কাপুর স্মিথ। তাদের অভিযোগ, প্রিয়া এভাবে বিপুল ক্ষমতা হাতে নিয়ে সঞ্জয়ের সম্পত্তি আত্মসাৎ করেছেন এবং রানিকে কিছুই দেননি। মন্দিরার অভিযোগ, ‘প্রিয়া আমার মায়ের মাথার ওপরের ছাদটাই কেড়ে নিয়েছেন। তাই আইনি লড়াই ছাড়া আর কোনো পথ খোলা ছিল না।‘

তাদের দাবি, শুরুতে আদালতে না গিয়েও বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রিয়া কারিশমার সন্তানদের প্রাপ্য অংশ দিতে রাজি না হওয়ায় বিষয়টি আদালতে গড়িয়েছে। মন্দিরার মতে, আদালতের রায়ই শেষ পর্যন্ত জানাবে সঞ্জয়ের সম্পদের প্রকৃত হিসাব এবং উইলের ভেতরের আসল তথ্য।

আদালতে মামলার সর্বশেষ শুনানিতে দিল্লি হাইকোর্টের বিচারপতি জ্যোতি সিং নির্দেশ দেন, ২০২৫ সালের ১২ জুন পর্যন্ত সঞ্জয়ের সব স্থাবর-অস্থাবর সম্পত্তির বিস্তারিত তালিকা আদালতে জমা দিতে হবে।

১ হাজার ৯০০ কোটি টাকা

এরই মধ্যে প্রিয়ার দাবি, কারিশমার দুই সন্তান সামাইরা ও কিয়ান ইতিমধ্যেই বাবার সম্পত্তি থেকে ১ হাজার ৯০০ কোটি টাকার মালিক হয়েছেন। তবে আইএএনএসর খবরে জানা গেছে, এই দাবি সত্য নয়। তারা জানিয়েছে, এই সম্পদের নিয়ন্ত্রণ আরকে ফ্যামিলি ট্রাস্টের মাধ্যমে এখনো প্রিয়ার হাতেই রয়েছে। কারিশমার সন্তানদের এ বিষয়ে কোনো অধিকার নেই।

আদালতে প্রিয়ার আইনজীবী জানান, কথিত ওই উইল আসলে নিবন্ধিত নয়। এতে নতুন করে সন্দেহ তৈরি হয়েছে। জানা গেছে, সঞ্জয়ের মা রানি কাপুর প্রিয়াকে উইল নিয়ে স্পষ্টতা প্রকাশ করতে অন্তত ১৫টি মেইল পাঠিয়েছিলেন, কিন্তু কোনো উত্তর আসেনি। সন্তানদের কাছেও এখনো উইলের কপি বা ব্যক্তিগত সম্পদের হালনাগাদ তথ্য পৌঁছায়নি।

সঞ্জয়ের মৃত্যুর মাত্র ৭ সপ্তাহ পর যে উইল সামনে আসে, সেটি নাকি লেখা হয়েছিল মৃত্যুর ১১ সপ্তাহ আগে। ওই উইল অনুযায়ী সঞ্জয়ের পুরো ব্যক্তিগত সম্পত্তি তার তৃতীয় স্ত্রী প্রিয়া কাপুরের নামে করে দেওয়া হয়েছে, সন্তানদের জন্য কোনো অংশ রাখা হয়নি। সন্তানদের আইনজীবীর দাবি, উইলটি জালিয়াতি করে তৈরি করা। চাঞ্চল্যকর এই মামলায় শেষ পর্যন্ত কী হয় তাই দেখার বিষয়।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘কুলি’ সিনেমায় বাজিমাত করছেন আমির খান

‘কুলি’তে অনবদ্যরূপে মিস্টার পারফেকশনিস্ট গত ১৪ আগস্ট মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা…

নওশীনের বিশেষ শ্রদ্ধা

নওশীনের বিশেষ শ্রদ্ধা : হিল্লোলের সাবেক স্ত্রী তিন্নিকে সম্মান প্রায় আড়াই বছর পর দেশে ফিরেছেন উপস্থাপিকা ও…

আমির খান ক্ষুব্ধ 

আমির খান ক্ষুব্ধ : বলিউড তারকাদের নিয়ে তার বিরক্তি বলিউড তারকাদের অনর্থক চাহিদার সমালোচনা করেছিলেন পরিচালক…

নেপাল সরকার পতন

নেপাল সরকার পতন: আলোচনায় বলিউড তারকা বলিউডের একসময়ের শীর্ষ অভিনেত্রী মালা সিনহা। ২০ বছর রাজত্বের সাথে…
Exit mobile version