Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১২, ২০২৫

সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম নিলেন অভিনেত্রী সাবা

মনোনয়ন ফরম নিচ্ছেন অভিনেত্রী সোহানা সাবা । ছবি: সময় টিভি

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী সোহানা সাবা। ৬ ফেব্রুয়ারি সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে ফরমটি সংগ্রহ করেন তিনি।

সাবা জানান, তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। যিনি একজন আওয়ামী লীগপন্থী হওয়ার পাশাপাশি ছিলেন একজন দেশপ্রেমিক। সেই ধারাবাহিকতায়ই তিনি আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে চাচ্ছেন।

অভিনেত্রী আরও কথা বলেন তার আগের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে। সাবা বলেন, ‘কার্যত আমি সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। তবে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি। কিন্তু কখনো আমি এভাবে ভাবিনি যে, সরাসরি রাজনীতিতে অংশ নেব। আমার বাবা রাজনীতি করতেন, কিন্তু আমি কখনো ভাবিনি যে আমিও রাজনীতি করব।’

সাবা মনে করেন, তিনি সবসময় সাধারণের মতোই চলাফেরা করেন। তাই সবার ভাষা বুঝতে সহজ হবে অভিনেত্রীর জন্য।

প্রসঙ্গত, নাচের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও সাবা বর্তমানে একজন অভিনয়শিল্পী হিসেবে বেশি পরিচিত। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘আব্বাস’ ইত্যাদি।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রমনা পার্ক ও পার্বত্য চট্টগ্রামে চলছে বিজু-বিষু উৎসব  

চলে যাওয়া বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে চাকমা জাতিগোষ্ঠীর মধ্যে পালিত হয় বিজু উৎসব। বিজু মানে ফুল…

ফিলিস্তিনিদের জন্য দেশীয় শিল্পীদের প্রতিবাদী গান  

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। বাংলাদেশেও এই হামলার প্রতিবাদ জানাচ্ছে…

আগুনে পুড়ে গেল নববর্ষের শোভাযাত্রার মোটিফ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি ও…

লন্ডনে স্থাপিত হচ্ছে শাহরুখ-কাজলের মূর্তি

ভারতীয় চলচ্চিত্র এক অনন্য মুহূর্তের দ্বারে। লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের মূর্তি তৈরির মাধ্যমে সম্মানিত…
Exit mobile version