২০২০ সালে শুরু হয় শিশুতোষ চলচ্চিত্র ‘শেখ রাসেলের আর্তনাদ’ নির্মাণের কাজ। যা মুক্তি দেওয়ার কথা ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে। কিন্তু সেই ছবি আর মুক্তি দেওয়া সম্ভব হয়নি।
‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমাটির পরিচালক সালমান হায়দার। যিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ। যার ফলে তিনি নিজেকে বিরত রেখেছেন কাজ থেকে। একই কারণে স্থগিত হয়ে যায় সিনেমাটির কাজ। তবে নতুন খবর হলো, মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এই সিনেমা। নির্মাতা জানান, ২০২৪ সালে বড়পর্দায় মুক্তি দেওয়া হবে এটি। যদিও তারিখ নিয়ে পরিচালক এখনো নিশ্চিত করে কিছু বলেননি।
সালমান হায়দার বলেন, “আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। স্ট্রোক হয়েছে। বাম চোখ অন্ধ হয়ে গেছে। চোখটি দিয়ে আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার গালের হাড় বাঁকা হয়ে গেছে। ঠিকভাবে কথা বলতে পারি না। বর্তমানে হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে। এই শারীরিক জটিলতা কবে সারবে, সে বিষয়ে নিশ্চিত নই। আমার স্বপ্নের সিনেমা ‘শেখ রাসেলের আর্তনাদ’। এটি সময়মতো মুক্তি দিতে পারিনি। তবে আমি প্রস্তুতি নিচ্ছি।”
পরিচালক আরও যোগ করেন, “শেখ রাসেলের আর্তনাদ সিনেমাটি একদিন বিশ্বের মানুষ দেখবে এই স্বপ্ন আমার দীর্ঘদিনের। সেই স্বপ্ন বাস্তবায়নে আমি অপেক্ষায় আছি। আশা করছি সুস্থ হয়ে ২০২৪ সালে সিনেমাটি মুক্তি দিতে পারব।” নিজের শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।
জাতির পিতার পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলের গল্প নিয়ে সিনেমা ‘শেখ রাসেলের আর্তনাদ’। এখানে অভিনয়শিল্পী প্রিয়দর্শিনী মৌসুমী অভিনয় করেছেন বঙ্গমাতা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার চরিত্রে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে দেখা যাবে অরুক মুন্সিকে। বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনার চরিত্রে অপর্ণা ঘোষ ও শেখ রেহানার চরিত্রে আশনা হাবিব ভাবনা অভিনয় করেছেন।
আর পর্দার শেখ রাসেল হয়েছেন শিশুশিল্পী রোহান। এছাড়াও শেখ কামাল চরিত্রে আছেন ইউসুফ এবং শেখ জামালের চরিত্রে আছেন সাব্বির।