অভিনয় জীবনের শুরুতে যদিও নানান চড়াই-উতরাই তাকে পেয়ে বসেছিল। একে একে মুখ থুবড়ে পড়েছিল ৭টি ছবি। আর্থিক অনটনের দিনগুলোতে কলকাতার পোর্টে নিয়েছিলেন কেরানির চাকরি। অবশেষে তিনি অপরাজিত। তিনি উত্তম কুমার। আজ সেই মহানায়কের জন্মবার্ষিকী।
“‘অন্যদিন’..গোটা সিস্টেমের একটা মেটাফোরিক্যাল ক্রিটিক”
প্রায় দুই বছর সেন্সর বোর্ডে আটকে থাকার পর আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘অন্যদিন’। চলচ্চিত্রটি…