ফাল্গুন আসার আগেই জীবনের ৮২তম বসন্তে পা দিলেন গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান।
শ্রেষ্ঠ গীতিকার হিসেবে পুরস্কার প্রাপ্ত এই শিল্পীর পৈতৃক বাড়ি যশোরে হলেও তার জন্ম ঝিনাইদহে তার মামাবাড়িতে। তার বড় ভাই ড. মোহাম্মদ মনিরুজ্জামান দেশখ্যাত কবি, গীতিকবি, প্রাবন্ধিক ও গবেষক। তাকে দেখেই স্কুল পড়ুয়া ছোট রফিকউজ্জামান শুরু করেন ছড়া-কবিতা, গল্প এবং টুকটাক গান লেখা।
রফিকউজ্জামান শুধু গীতিকবিই নন, শতাধিক চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনাও করেছেন। পরিচালনা করেছেন ‘জন্মদাতা’ নামের একটি সিনেমাও।