ঢাকাই সিনেমার সুপরিচিত মুখ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। চলচ্চিত্রের অভিনেতা হিসেবে পরিচিতি অর্জন করলেও বর্তমানে তাকে মানুষ বাংলাদেশের বৃহৎ সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা হিসেবেও চিনেন। তিনি কাজ করেছেন সিনেমার প্রযোজক ও পরিচালক হিসেবেও। এই মানুষটির ২৪ ডিসেম্বর জন্মদিন।
ইলিয়াস কাঞ্চন জন্মেছিলেন করিমগঞ্জ উপজেলায় আশুতিয়াপাড়া গ্রামে। তার জন্মের সালটা ছিল ১৯৫৬। কৈশোর বয়স থেকেই অভিনয়ের প্রতি ছিল তার দুর্বলতা। ফলশ্রুতিতে তিনি যুক্ত হয়েছিলেন বেশ কিছু নাট্য সংগঠনের সঙ্গে। নানা প্রতিকুলতা পেরিয়ে তিনি নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘বসুন্ধরা’ চলচ্চিত্রে ববিতার নায়ক হয়ে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর বাকিটুকু ঢাকাই সিনেমার নিয়মিত দর্শকদের জানা। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার লাভ করেছেন ইলিয়াস কাঞ্চন।