Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫

শিল্পকলায় মঞ্চস্থ হতে যাচ্ছে ‘রুলস অব লাভ’

এলিফ শাফাক এর উপন্যাস ‘ফরটি রুলস অব লাভ’ ও নাইজেল ওয়াটস এর  ‘দ্যা ওয়ে অব লাভ’ অবলম্বনে  নাটক ‘দ্য রুলস অব লাভ’ মঞ্চায়িত হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নাটকটি মঞ্চায়ন করবেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে আগামী ৩ এবং ৪ জানুয়ারি দুপুর সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে নাটকটি। নাটকটির নির্দেশনা দিয়েছেন জাককানইবির নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো মেহেদী তানজির। মূলত দুই সময়ের প্রেক্ষাপট, ভালোবাসা ও মুক্তি লাভের সন্ধি ঘটেছে এই নাটকে। রুমি ও শামসের বন্ধুত্ব-বিচ্ছেদ এবং এলা রুবিনস্টাইনের পরিবার ও ভালোবাসার গল্পকে কেন্দ্র করে কাহিনি তৈরি হয়েছে।

ফরটি রুলস অব লাভ বইয়ের কাভার | ছবি: গুগল

২০২৪ সালের এক ইহুদি নারীর সঙ্গে একজন সুফি সাধকের লেখা উপন্যাস রিভিউ কালে গড়ে ওঠা হৃদ্যতা, সেই নারীর সুফিবাদের প্রতি ভালোবাসা জন্ম নেওয়া এবং সুফি সাধনাকে পরিণত করে তোলার গল্প আছে এখানে। পাশাপাশি ত্রয়োদশ শতাব্দীতে শামস-ই তাবরিজের সঙ্গে আধ্যাত্মিক মিলনের ফলে একজন শরিয়তপন্থী মাওলানা থেকে রুমির ভালোবাসার কবি হয়ে ওঠার গল্পও উপস্থাপিত হয়েছে। মূলত আত্মোপলব্ধি থেকে দুই সময় ও পরিস্থিতির মানুষের জীবনে ইশ্বরের প্রেমে একাত্ম হওয়ার গল্প এটি।

নির্দেশক মো মেহেদী তানজির বলেন, জীবনের নানান সংকট এবং অপ্রাপ্তির গ্লানি মানুষের আত্মমুক্তির পথ প্রতিনিয়ত অবরুদ্ধ করে ফেলে। মানুষের জন্য শুধু পাকস্থলী পূর্ণ করাই মুখ্য নয়। সত্য পথের অনুসন্ধান একান্ত অপরিহার্য। সত্যের পথ অনুসন্ধানে আমাদের নাটকটি হাতিয়ার করে তোলার চেষ্টা করা হয়েছে’।

নাটকে অভিনয় করেছেন মো শাকিল আহমেদ, রাফেল আফ্রাদ, পল্লব বিশ্বাস, জাফরিন হক তরু, পরাগ বর্মন, শাহিন আলম, ফাতেমা তুজ যাহরা, ইশরাত জান্নাত, মনীষা সাহা, হাবিবা আক্তার পিংকি, সামিয়া সুলতানা চারু, সুমাইয়া খান কানিজ, লাবনী রানী পন্ডিত, আফিয়া জাহান প্রার্থনা, ফারহানা আমবেরীন লিওনা, তৃপ্তি রানী রায়, পিপাসা সাহা গৌরী ও প্রিয়াংকা রানী দাস।

এ ছাড়াও পাণ্ডুলিপি সম্পাদনায় হাবিবা আক্তার পিংকি ও জাফরিন হক তরু, পরিকল্পনা সহযোগী খাইরুল বাশার, পোস্টার ডিজাইনে মাসুম হাওলাদার, আলোক প্রক্ষেপণে মোল্লা আলভী মাহমুদ, ইব্রাহিম খলিল আপেল, দেবজয় চক্রবর্তী, সংগীত প্রয়োগে মো হাসান মিয়া, নুর এ হাসানাত লিসা এবং প্রজেকশনে শাশ্বত গোলদার আছেন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাহরুখ নয়, শাকিবকেই বেছে নিলেন মনিকা কবির

রাশিয়ান মডেল, কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী মনিকা কবির। অনেক দিন ধরেই তিনি বাংলাদেশে আছেন। বিভিন্ন এলাকা ঘুরে…

‘ডানা থাকলেই উড়তে হয় না জেসমিন’ মিমসে সয়লাব ফেসবুক   

বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংলাপ ভাইরাল হয়েছে, যা নিয়ে এখনো চলছে চর্চা। গেল কোরবানি ঈদের…

নেহা কক্করের গান শুনে নিজের গালেই চড় মারেন বিচারক

একসময় ‘ইন্ডিয়ান আইডল’-এ প্রতিযোগী হিসেবে গিয়েছিলেন সংগীতশিল্পী নেহা কক্কর। এবার সেই আসরেই বিচারকের আসনে…
Exit mobile version