Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

শাহরুখের কারণে আটকে গেল শতাধিক বিয়ে!

পর্দায় কিংবা বাস্তব জীবনে বলিউড বাদশা শাহরুখ খানের উপস্থিতি মানেই অন্যকিছু। সবসময়ই  এক বিশেষ আকর্ষণ। তার উপস্থিতি মানেই ভক্তদের মাঝে উৎসাহের জোয়ার, আর তার সিনেমা মুক্তি মানেই প্রেক্ষাগৃহে উৎসবের পরিবেশ। শাহরুখ খানের প্রতি দর্শকদের অগাধ ভালোবাসা প্রমাণিত হয়েছে এমন এক ঘটনা দিয়ে, যখন তার একটি সিনেমার শুটিংয়ের কারণে মুম্বাইয়ে শতাধিক বিয়ের অনুষ্ঠান আটকে গিয়েছিল! হ্যাঁ, সত্যি বলছি—এটি ঘটেছিল প্রায় দুই দশক আগে।

২০০২ সালে সঞ্জয় লীলা বানসালির মহাকাব্যিক সিনেমা দেবদাস-এর শুটিংয়ের সময় এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছিল। সিনেমার বিশাল প্রোডাকশন স্কেল এবং জমকালো সেটের কারণে মুম্বাইয়ের অনেক বিয়ে পিছিয়ে যেতে বাধ্য হয়েছিল।

দেবদাস-এর সিনেমাটোগ্রাফার বিনোদ প্রধান সম্প্রতি এক সাক্ষাৎকারে এই চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। ফ্রাইডে টকিজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “শুটিংয়ের জন্য মুম্বাইয়ে এক কিলোমিটার জুড়ে চন্দ্রমুখীর কোঠার সেট তৈরি করা হয়েছিল। সেটটি এত বিশাল ছিল যে, প্রথম দেখাতেই আমরা চমকে গিয়েছিলাম। আমি সহকারীদের বলেছিলাম, ‘এখানে একদম শেষ প্রান্তে ১০০ ওয়াটের আলো লাগাতে’। এরপর ধীরে ধীরে পুরো সেটটি আলোকিত করা হয়।”

তবে সবচেয়ে বড় সমস্যা তৈরি হয় সেটের সাজসজ্জার কারণে। এত বিশাল সেট প্রস্তুত করতে মুম্বাইয়ের সমস্ত জেনারেটর প্রায় দেবদাস-এর কাজে লাগানো হয়েছিল। এর ফলস্বরূপ, শহরের অন্যান্য জায়গায় তখন জেনারেটরের সংকট দেখা দেয়, এবং বহু বিয়ের অনুষ্ঠান পিছিয়ে যায়।

দেবদাস-এর শুটিংয়ের সময় সঞ্জয় লীলা বানসালি

বিনোদ প্রধান আরও বলেন, “অনেকেই আমাকে বলেছিলেন, ‘বিনোদজি, আপনি এত জেনারেটর ব্যবহার করেছেন যে, শহরে বিয়ের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোর জন্য কোনো জেনারেটরই বাকি নেই!’”

দেবদাস ছিল শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম এক কালজয়ী সিনেমা। এর আগেও দীলিপ কুমার এই চরিত্রে অভিনয় করেছিলেন, তবে শাহরুখের দেবদাস চিরকাল হৃদয়ে রয়ে গেছে দর্শকদের। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সফলতা অর্জন করে, ৪৪ কোটি টাকার বাজেটে তৈরি হওয়া দেবদাস বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় করেছিল।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের ‘জংলি’তে ‘পুষ্পা ও কবীর সিং- এর ছাপ

ঈদ উপলক্ষে, বৃহস্পতিবার সন্ধ্যায় সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘জংলি’-এর টিজার অন্তর্জালে মুক্তি পেয়েছে। টিজারে…

ইত্যাদিতে সাফা, সাদিয়া, সামিরা ও ইভানার নৃত্য

ঈদের বিশেষ ইত্যাদি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন অভিনেত্রী সাফা কবির, পারসা ইভানা, সামিরা খান মাহি এবং সাদিয়া…

শাহরুখের ‘কিং’: অভিষেক বচ্চনের চেহারা বদল

‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’ চলচ্চিত্রের সাফল্যের পর শাহরুখ খান এখন তার পরবর্তী সিনেমা নিয়ে দর্শকদের উত্তেজনা…
Exit mobile version