Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫

শাকিলা জাফরের ছেলের সাথে গায়িকা নন্দিতার বিয়ে

শাকিলা জাফর ও সানজিদা মাহমুদ নন্দিতা (বাম থেকে) । ছবি: ফেসবুক

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সংগীতশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা। শিগগিরই নন্দিত কন্ঠশিল্পী শাকিলা জাফরের ছেলে মুফরাতের সাথে গাঁটছড়া বাঁধবেন তিনি।

নন্দিতার বিয়ের খবরটি নিশ্চিত করেছেন গায়িকা নিজেই। তিনি তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তিনটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এই আংটি পেলাম।’ অর্থাৎ, জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। গায়িকার এমন আংটি পাওয়ার খবরের পোস্টে একে একে অভিনন্দন জানাচ্ছেন সকলে। তাকে অভিনন্দন জানানোর এই তালিকায় আছেন সংগীতশিল্পী আঁখি আলমগীর থেকে শুরু করে পুতুল, সুনিধি নায়েক, ঝিলিক সহ আরও অনেকে।

সানজিদা মাহমুদ নন্দিতার ফেসবুক থেকে স্ক্রিন শট সংগৃহীত

জানা গেছে, পহেলা মার্চ ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে নন্দিতা ও মুফরাতের। এদিকে বিয়ে নিয়ে নাকি কোনো নিউজ হোক এমন চা না নন্দিতা। গায়িকার ভাষ্যমতে, ‘আমি আসলেই চাই না আমার বিয়ের কোনো নিউজ হোক। এটা দুই পরিবারের একান্ত প্রাইভেট বিষয়।’

প্রসঙ্গত, ‘বাংলাদেশি আইডল’ শীর্ষক রিয়েলিটি শোয়ে অংশ নেয়ার মাধ্যমে গানের জগতে নন্দিতার পথচলার শুরু। সেই প্রোগ্রামে সেরা দশজনের মাঝে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছিলেন তিনি। এরপর থেকে তাকে নিয়মিত গান করতে দেখা যায়। কোক স্টুডিও বাংলার ‘বুলবুলি’ ও ‘দাঁড়ালে দুয়ারে’র মতো শ্রোতাপ্রিয় গানে কন্ঠ দিয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেছেন। গানের পাশাপাশি উপস্থাপনাও করে থাকেন নন্দিতা।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভারতীয়দের তোপের মুখে অভিনেত্রী ইমান ইসমাইল

সম্প্রতি ভারতের কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। এ ঘটনায় ক্ষুব্ধ পুরো…

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানি অভিনেতার উপর চটেছে ভারতীয়রা  

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে সারা ভারত এখন উত্তাল। এরই মধ্যে নেটিজনদের অনেকেই রাগ উগরে…

আমেরিকা, কানাডা ও যুক্তরাজ্যে মুক্তি পাচ্ছে ‘জংলি’

শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ও আফরান নিশো অভিনীত ‘দাগি’ ইতিমধ্যে দেশের বাহিরে মুক্তি পেয়েছে। তারই পথ অনুসরন…
Exit mobile version