১৯ অক্টোবর মুক্তি পেলো দক্ষিণী বিনোদন জগতের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘লিও। কিন্তু জানেন কি, মুক্তির আগেই যে বিতর্কে জড়িয়েছিল সিনেমাটি? কারণ প্রচার ঝলক মুক্তির অনুষ্ঠানে চেন্নাইয়ের এক প্রেক্ষাগৃহে রীতিমতো ভাঙচুর চালিয়েছিলেন অনুরাগীরা।
বক্স অফিস বিশ্লেষক মনোবালা তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, ট্রেলার প্রদর্শনীর পর রোহিনি হল ভেঙে দিয়েছে বিজয় ভক্তরা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ‘লিও’ সিনেমার ট্রেলারের বিশেষ প্রদর্শনীর আয়োজন করে চেন্নাইয়ের রোহিনি থিয়েটার। বড় পর্দায় প্রদর্শনীর পর প্রেক্ষাগৃহটি সম্পূর্ণ অগোছালো অবস্থায় পাওয়া যায়। হলের সিট পর্যন্ত ভেঙে ফেলা হয়েছিল।
নেটিজেনদের অনেকের অভিযোগ অনুসারে জানা যায়, খুব বাজে আয়োজন ছিল এটি। আয়োজকদের অব্যবস্থাপনার কারণেই এমন ঘটনা ঘটেছে।
প্রেক্ষাগৃহে বিশৃঙ্খলার ঘটনা প্রকাশ্যে আসার পর, গোটা তামিলনাড়ুতে সিনেমার ভোর ৪টা ও সকাল ৭টার প্রদর্শনী বাতিলের সিদ্ধান্ত নেন সরকার।