পোশাক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নোঙর করা এম ভি ক্যাপ্টেন নামের একটি লঞ্চে হানা দিয়ে নারীদের প্রকাশ্যে মারধর ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। শুক্রবার ৯ মে রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নেহাল আহমেদ জিহাদকে (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। নারীদের প্রহার করা এই যুবক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী বলে জানা গেছে।
এদিকে লঞ্চে নারীদের মারধর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় সমালোচনা। এ প্রসঙ্গে কথা বলেছেন দেশের জনপ্রিয় দুই অভিনেত্রীও। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল তার ফেসবকে এই ঘটনার ছবি দিয়ে স্ট্যাটাস দিয়েছেন। বিরক্তি প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘বিরক্তির সীমা থাকা দরকার’।
এ ঘটনায় মুখ খুলেছেন আরেক অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সামাজিক মাধ্যমে সেই ঘটনার দুটি ছবি প্রকাশ করে ক্যাপশনে চমক লেখেন, ‘এই পুকি ভাইটিকে ভাই হিসেবে একটু আপ্যায়ন করা দরকার। ভাইয়ের ক্ষমতা বোধহয় একটু বেশি হয়ে গেছে!’
লঞ্চে প্রকাশ্যে নারীদের প্রহার করার ঘটনায় সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। নারীদের নিরাপত্তা ও মব নিয়েও প্রশ্ন তুললেন অনেকে। জানা যায় এতে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।