মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায়। এতে ‘কুসুম’ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে এ বছর নির্বাচিত হয়েছিলো সিনেমাটি। উৎসবে এরই মধ্যে প্রিমিয়ার হয়ে গেল সিনেমাটির।
গত ৩০ জানুয়ারি শুরু হয়েছে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত ৯ ফেব্রুয়ারি সমাপ্ত হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে পুতুলনাচের ইতিকথা’র প্রিমিয়ারে উপস্থিত ছিলেন কুসুম চরিত্রে অভিনয় করা জয়া আহসান, সাথে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক সুমন মুখোপাধ্যায়।
বেশ কিছুদিন আগে পরিচালক সুমন মুখোপাধ্যায় সিনেমাটি নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে ভিত্তি করে এই ছবির পরিকল্পনা করেছি ১৬ বছর ধরে। নানা কারণে হয়ে ওঠেনি। শেষে সমীরণ দাস এগিয়ে এলেন এই ছবি করতে। তার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা’।
সিনেমাটি রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী জয়া আহসান। সাথে জয়া লিখেছেন, “পুতুলনাচের ইতিকথা” – রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত। ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই গুরুত্বপূর্ণ উৎসবে। আন্তর্জাতিক স্তরে এই ছবির যাত্রা যে এইভাবে শুরু হবে এটা ছিল আমাদের কল্পনাতীত। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে ভিত্তি করে এই ছবি পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়। এই ছবির সঙ্গে যুক্ত সমস্ত অভিনেত্রী-অভিনেতা, কলাকুশলীদের জানাই অভিনন্দন।’
গতকালই শেষ হলো রটারডামের সিনেমা উৎসব। অনুষ্ঠান চলাকালীন এ কয়দিন জয়া আহসানকে দেখা গেল বিভিন্ন সাজে, পরিচালকের সাথে ও বেশ কজন সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে।
জয়া আহসান ছাড়াও ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়। সিনেমাটিতে বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কেও।