Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ১৪, ২০২৫

রঙ্গমালা হয়ে ফিরে আসছেন নাজিফা তুষি  

নাজিফা তুষি বর্তমান প্রজন্মের অন্যতম শক্তিশালী অভিনেত্রী। ২০২২ সালে এই অভিনেত্রী ‘হাওয়া’ সিনেমা মুক্তির পর ঢাকাই সিনেমায় তার জায়গা বেশ পাকাপোক্ত করেন। কিন্তু ‘হাওয়া’ মুক্তির পর সত্যি সত্যিই হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন নাজিফা তুষি। অবশ্য মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’ ও একটি ওয়েব সিরিজে অভিনয় করলেও কোনোটিই মুক্তি পায়নি। অবশেষে ফিরছেন তিনি ‘সখী রঙ্গমালা’ নিয়ে। ‘রঙ্গমালা’ তিনি নিজেই। ঔপন্যাসিক শাহীন আখতারের ‘শোখি রোঙ্গোমালা’ উপন্যাস থেকে  সিনেমাটি পরিচালনা করেছেন ‘চন্দ্রাবতী কথা’র নির্মাতা এন রাশেদ চৌধুরী।

‘আঠারো শতকের নোয়াখালীর জমিদার পরিবারের এক নারীর জীবন ও সংগ্রাম নিয়ে লেখা শাহীন আখতারের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। সরকারি অনুদানের ছবিটির প্রথম ধাপের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। জুনে দ্বিতীয় লটের কাজ শুরু হবে’। এমনটাই গণমাধ্যমকেই জানিয়েছেন নির্মাতা নির্মাতা এন রাশেদ চৌধুরী।

নাজিফা তুষি সিনেমার গল্পের সাথে তার আত্নিক টানের কথা উল্লেখ করে বলেন, ‘প্রায় দুই শ বছর আগের ঐতিহাসিক পটভূমিকায় এ কাজটি করতে গিয়ে ভেতর থেকে একটা তাগিদ অনুভব করেছি—মনে হয়েছে, এই চরিত্রটা আমাকে করতেই হবে। নোয়াখালীর জমিদার পরিবারকে ঘিরে গল্প, আর আমি নিজেও নোয়াখালীর মানুষ—এই যোগসূত্রে একটা আত্মিক টান কাজ করেছে। আর এত গভীর ও তাৎপর্যপূর্ণ চরিত্রের অংশ হতে পারাটা আমার জন্য খুব আনন্দের ও গর্বের। সব মিলিয়ে এই অভিজ্ঞতা দারুণভাবে উপভোগ করছি’।

সিনেমাটিতে আছেন অভিনেতা প্রান্তর দস্তিদার। তিনি জানান, এমন বড় পরিসরের কাজে যুক্ত হয়ে তিনি খুবই রোমাঞ্চিত। ‘সখী রঙ্গমালা’র জন্য ঘোড়ায় চড়াসহ অনেক কিছু রপ্ত করতে হয়েছে’।

সিনেমাটিতে আরো আছেন স্বর্ণালী চৈতি, মোস্তাফিজুর নূর ইমরান, তৌফিকুল ইমন, শিল্পী সরকার অপু প্রমুখ। চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বরে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে নির্মাতার। আর হাওয়ার পরে এটি হতে পারে নাজিফা তুষির অভিনয় দক্ষতা ও বৈচিত্রময় অভিনয়ের পালকে আরেকটি সংযোজন।  

ঔপন্যাসিক শাহীন আখতারের প্রথম উপন্যাস পালাবর পথ নেই (কোনও পালানোর পথ নেই), যা ঢাকার দুই অবিবাহিত নারীর জীবনের গল্প নিয়ে। লেখকের দ্বিতীয় উপন্যাস তালাশ ২০০৪ সালে প্রথম আলোর সেরা বইয়ের পুরস্কার জিতেছে। এই উপন্যাসের জন্য তিনি দক্ষিণ কোরিয়ার একটি প্রধান পুরস্কার, তালাশ (ইংরেজি: দ্য সার্চ, ট্রান্স। এলা দত্ত) জিতেছেন, যা কোরিয়ান ভাষায় অনুবাদ করেছেন সিউং হি জিওন। তালাশ (দ্য সার্চ) বাংলাদেশের ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের নিয়ে। শাহীনের রচনা ইংরেজি, জার্মান এবং কোরিয়ান ভাষায় অনূদিত হয়েছে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এবার গানের ‘থাম্বনেইল’ থেকে পাকিস্তানি তারকাদের কেটে দিল বলিউড     

ভারতের পাকিস্তান-ঘৃণা যেন থামছেই না। নগ্নভাবেই ঘৃণার প্রকাশ করে যাচ্ছে ভারত। এবার বলিউডের কয়েকটি জনপ্রিয়…

যমজ সন্তানের জন্ম দিলেন অ্যাম্বার হার্ড, বাবা অজ্ঞাত

যমজ সন্তানের জন্ম দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। ১১ মে রবিবার বিশ্ব মা দিবসে ইনস্টাগ্রামে একটি ছবি…
Exit mobile version