Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

যে সব হলে আসছে ‘প্রিয় মালতী’

মেহজাবীন চৌধুরী | ছবি: ফেসবুক

বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে অবশেষে আগামীকাল অর্থাৎ ২০ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘প্রিয় মালতী’। দেশের কোন ২০টি প্রেক্ষাগৃহে দেখা যাবে অভিনেত্রী মেহজাবীনকে?

ফ্রেম পার সেকেন্ডের কর্ণধার ও ‘প্রিয় মালতী’ সিনেমার প্রযোজক হাবিবুর রহমান তারেক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এখন পর্যন্ত আমরা ২০টি হল চূড়ান্ত করেছি। এরমধ্যে আরও কয়েকজন যোগাযোগ করেছেন, সংখ্যা বাড়লে সেটি আমরা তৎক্ষণাৎ জানিয়ে দেব।’

রাজধানী ঢাকার হলগুলোর মধ্যে রয়েছে- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, পান্থপথ), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ধানমন্ডি), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার), সনি স্কয়ার (মিরপুর ১), স্টার সিনেপ্লেক্স (বিজয় সরণি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী সিনেমা, লায়ন সিনেমা (জিনজিরা), আনন্দ সিনেমা (ফার্মগেট), বিজিবি সিনেমা (আজিমপুর)।

ঢাকার বাইরের হলগুলোর মধ্যে রয়েছে- সিনেস্কোপ সিনেমা (নারায়ণগঞ্জ), স্টার সিনেপ্লেক্স (বালি অর্কিড, চট্টগ্রাম), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), গ্র্যান্ড রিভিউ মুভি থিয়েটার (রাজশাহী), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), মর্ডান সিনেমা (দিনাজপুর), মম ইন সিনেমা (বগুড়া), বনলতা সিনেমা (ফরিদপুর), স্বপ্নীল সিনেপ্লেক্সে (কুষ্টিয়া)।

উল্লেখ্য, ‘প্রিয় মালতী’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সমু চৌধুরী, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, মোমেনা চৌধুরী, রিজভী রিজু, শাহজাহান সম্রাট ও আনিসুল হক বরুণ প্রমুখ।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তথ্য উপদেষ্টার সাথে রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ…

বিপিএলে গাইতে কত নিচ্ছেন রাহাত ফাতেহ আলী?

২১ ডিসেম্বর বিনা পারিশ্রমিকে ‘ইকোস অব রেভোল্যুশন’ চ্যারিটি কনসার্টে গেয়েছিলেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী…
0
Share