মেহজাবীনের আসল নাম নিয়ে চমকপ্রদ তথ্য !
বাংলাদেশের ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রায় দেড় দশক ধরে তিনি অসংখ্য হিট নাটক ও টেলিফিল্মে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। নাটকের পর্দায় কিংবা বিজ্ঞাপনে তিনি সবসময়ই পরিচিত ছিলেন ‘মেহজাবীন’ নামেই। কিন্তু সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে তিনি এমন এক তথ্য প্রকাশ করেছেন, যা শুনে অনেকেই চমকে উঠেছেন , মেহজাবীনের আসল নাম মেহজাবীন নয় !
নামের আসল উচ্চারণ
সাক্ষাৎকারে তিনি জানান, তার নামের সঠিক উচ্চারণ হলো “মেহজাবী”। অর্থাৎ, নামের শেষে যে দন্ত্য ‘ন’ যোগ করে সবাই তাকে ‘মেহজাবীন’ বলে ডাকেন, সেটা মূল নামের অংশ নয়। অনেক বছর ধরে তিনি এই ভিন্ন উচ্চারণকে মেনে নিয়েছেন। কারণ, দর্শক ও ভক্তরা তাকে ভালোবেসে এ নামেই চিনে আসছেন।
মেহজাবীন বলেন
“শুরুর দিকে হয়তো কেউ নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারেনি, কিংবা আমি বোঝাতে পারিনি। কিন্তু পরে মনে হয়েছে, যেটা সবাই ভালোবেসে ডাকছে, সেটাই থাকুক।”
অভিনেত্রীর এই স্বীকারোক্তি প্রকাশ্যে আসার পরই সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। অনেকেই অবাক হয়ে মন্তব্য করেছেন, ‘আমাদের প্রিয় অভিনেত্রীর নাম আসলে মেহজাবী!’
পরিবারে ভিন্ন নাম
আরও মজার ব্যাপার হলো, পরিবার ও আত্মীয়রা তাকে আদৌ ‘মেহজাবীন’ নামে ডাকেন না। বরং বাড়িতে সবাই তাকে ‘জেনিফার’ নামে ডাকে। ছোটবেলা থেকেই পরিবারে এই নামেই তিনি পরিচিত। এ কারণে ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের কাছে তিনি বরাবরই জেনিফার।
বন্ধু ও ভক্তদের ডাকনাম
বন্ধুদের কাছে তার সংক্ষিপ্ত নাম ‘জেনি’। আবার ভক্তরা তাকে ভালোবেসে ‘মেহু’ নামে ডাকেন। ফলে তার নাম নিয়ে একধরনের বহুমাত্রিকতা তৈরি হয়েছে—মঞ্চে তিনি মেহজাবীন, পরিবারে জেনিফার, বন্ধুদের কাছে জেনি আর ভক্তদের কাছে মেহু।
কেন আলোচনার জন্ম দিলো এই তথ্য?
বাংলাদেশি নাটকপ্রেমীদের কাছে মেহজাবীন চৌধুরী শুধু একজন অভিনেত্রী নন, বরং এক বিশেষ আবেগ। জনপ্রিয়তা ও দীর্ঘ ক্যারিয়ারের কারণে তার নামই যেন হয়ে উঠেছে একটি ব্র্যান্ড। তাই তার আসল নাম প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে চমক ও কৌতূহল তৈরি হয়েছে।