মারা গেছেন ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা চন্দ্র বারোট। রবিবার ২০ জুলাই তিনি দেহত্যাগ করেন। বারোট ডন ফ্র্যাঞ্জাইজির প্রথম চলচ্চিত্র ‘ডন’ পরিচালনা করে খ্যাতি অর্জন করেছিলেন। সেই ‘ডন’ সিনেমায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নির্মাতা ফারহান আখতার, কুণাল কোহলি সহ অসংখ্য তারকারা।
মৃত্যুকালে বান্দ্রার গুরু নানক হাসপাতালে অসুস্থতাজনিত কারণে ভর্তি ছিলেন চন্দ্র বারোট। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, চন্দ্র বারোটের স্ত্রী দীপা বারোট তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে বারোট গত সাত বছর ধরে পালমোনারি ফাইব্রোসিসের সাথে লড়াই করছিলেন। অবশেষে চিরবিদায় নিলেন তিনি।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডন ফ্র্যাঞ্জাইজির আরেক নির্মাতা ফারহান আখতার। তিনি তার ইনস্টাগ্রামে চন্দ্র বারোটের কয়েকটি ছবি শেয়ার করেছেন। এর মধ্যে একটিতে অমিতাভ বচ্চনের সাথে বারোটকে দেখা যাচ্ছে। পুরানো ছবিটি সম্ভবত ১৯৭৮ সালের চলচ্চিত্র ডনের সেটের। সাথে লিখেছেন, “ওজি ডনের পরিচালক আর নেই জেনে দুঃখিত। চন্দ্র বারোট-জিকে শ্রদ্ধা জানাই। পরিবারের প্রতি গভীর সমবেদনা,”। উল্লেখ্য, ২০০৬ সালে ফারহান আখতার চন্দ্র বারোটের মূল ছবি ডনের আধুনিক রূপায়ন পরিচালনা করেছিলেন, যার নাম ডন।
চলচ্চিত্র নির্মাতা কুণাল কোহলিও সোশ্যাল মিডিয়ায় চন্দ্র বারোটকে শ্রদ্ধা জানিয়েছেন। কুণাল তার এক্স হ্যান্ডেলে বারোটকে ‘অসাধারণ একজন তীক্ষ্ণ মানুষ’ এবং ‘সুন্দর ব্যক্তি’ বলে অভিহিত করেছেন।
তিনি লিখেছেন “চন্দ্র জি, আপনাকে শ্রদ্ধা জানাই স্যার। একমাত্র পরিচালক আপনি যাকে আমি সহায়তা করেছি। ডন সিনেমায় নয়। বিনোদ খান্নার সাথে বস নামে একটি ছবিতে কাজ করার জন্য, অবশ্য সেটা কখনও আলোর মুখ দেখেনি। কিন্তু আপনার সাথে কাজ করার অভিজ্ঞতা সমৃদ্ধ। ডনের অনেক পর্দার আড়ালের গল্প শুনেছি।‘
তিনি আরো লিখেন, “আপনি অসাধারণভাবে তীক্ষ্ণ মানুষ। সুন্দর মানুষ। আপনার সাথে খুব জ্ঞানগর্ভ এবং মজাদার আড্ডা হয়েছে। ইন্ডিয়ান সিনেমার সবচেয়ে স্টাইলিশ ছবি ‘ডন’ উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ স্যার।“
পরিচালক চন্দ্র বারোটডন পরিচালনা ছাড়াও, ১৯৭০-এর দশকে প্রবীণ অভিনেতা মনোজ কুমারের সাথে ছিল তার ঘনিষ্ঠতা। বারোট পুর্ব ও পশ্চিম, ইয়াদগার, শোর, এবং রোটি কাপদা অর মাকানের মতো চলচ্চিত্রগুলিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছিলেন।