অকাল প্রয়াত তারকা চিত্রনায়ক মান্না’র জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চান তার স্ত্রী শেলী মান্না। অবশ্য বাস্তবিক অর্থে এই নায়কের জীবনটা ছিল সিনেমার মতো। ক্যারিয়ারের শুরুতে অনেক ত্যাগ, অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে তাকে। এফডিসির অফিসপাড়ায় ঘোরাঘুরি আর নিয়মিত পরিচালকদের কাছে ধরনা দিতে হতো। কাজ করেছেন অ্যান্টিহিরো ও পার্শ্বনায়কের চরিত্রেও।
১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা দিয়ে রুপালি জগতে আগমন হয় নায়ক মান্নার। ১৯৮৬ সালে বড় পর্দায় অভিনয় শুরু করা মান্নার একক নায়ক হয়ে উঠতে সময় লাগে প্রায় পাঁচ বছর। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ সিনেমায় প্রথম একক নায়ক হিসেবে কাজ করেন মান্না। এরপর শুধু এগিয়ে যাওয়ার পালা।
এগোতে এগোতে আর প্রবল অধ্যবসায়ের ফলে সেই মান্নাই একসময় হয়ে ওঠেন গণমানুষের নায়ক। আজ মান্নার ১৭ তম প্রয়াণ দিবস। এই ১৭তম প্রয়াণ দিবসে স্বামীর জীবন কাহিনী নিয়ে চলচ্চিত্র বানানোর পরিকল্পনার কথা জানালেন স্ত্রী শেলী মান্না। তিনি জানিয়েছেন, মান্নার মৃত্যুর রহস্য নিয়ে চলমান মামলার কার্যক্রম শেষ হলেই ছবিটির নির্মাণ কাজ শুরু করতে চান তিনি।