কারও কাছে ‘বাকের ভাই’, কারও কাছে আবার ‘বদিউল’। চরিত্রের নাম যেটাই হোক না কেন, সবার কাছেই প্রিয় নাম আসাদুজ্জামান নূর। ১৯৪৬ সালের আজকের দিনে জন্মেছিলেন তিনি। অভিনয় জীবন শুরু করেন মঞ্চে অভিনয়ের মাধ্যমে। পরবর্তীতে নব্বইয়ের দশক কাঁপিয়ে বেড়ান ছোট পর্দা ও বড় পর্দায়।
আসাদুজ্জামান নূর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘আজ রবিবার’ প্রভৃতি। আর তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ‘শঙ্খনীল কারাগার’, ‘আগুনের পরশমণি’ প্রভৃতি। নূর বর্তমানে শুটিং করছেন সরকারি অনুদানে নির্মিত ‘একাত্তর করতলে ছিন্নমাথা’ শীর্ষক নতুন এক চলচ্চিত্রে।
আজ ৩১ অক্টোবর ৭৭ পেরিয়ে ৭৮ বছরে পদার্পণে নিজের কর্মময় জীবন সম্পর্কে মন্তব্য করেন অভিনেতা।