বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৭ টি মিলনায়তনের নামকরণের লক্ষ্যে মনিষীদের নাম প্রস্তাবের আহ্বান জানানো হয়েছে। একাডেমির এ আহ্বান সাদরে গ্রহণ করেছেন নেটিজেনরা।
বাংলাদেশের সংস্কৃতি ও শিল্পে সৃজনশীলতা বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এ একাডেমিটি নানা কার্যক্রম পরিচালনা করে থাকে। এটি বাংলাদেশের নাটক, সঙ্গীত, নৃত্য, চিত্রকলা এবং শিল্পকলার বিভিন্ন শাখাকে উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বর্তমানে একাডেমিতে রয়েছে ৭টি মিলনায়তন। যা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর জন্য ব্যবহৃত হচ্ছে। এবার শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ মিলনায়তনগুলোর নামকরণের অধিকার দেশের শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মাঝেই সীমাবদ্ধ রাখলেন না। আগ্রহী সকলকেই অনলাইনের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিলেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ২৭ অক্টোবর একটি পোস্টের মাধ্যমে নাম প্রস্তাবের আহ্বান জানানো হয়েছে। পোস্টে লেখা, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৭ টি মিলনায়তনের নামকরণের লক্ষ্যে ৭ জন মনিষীর নাম প্রস্তাবের জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে। কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।‘
মন্তব্যের ঘরে মন্তব্যকারীরাও যার যার মত নাম প্রস্তাব করে যাচ্ছেন। সেখান থেকে পাওয়া কয়েকজন মনীষীদের নামের মাঝে রয়েছে, জহির রায়হান, জীবনানন্দ দাশ, আহমেদ ছফা, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ুন আহমেদ, শামসুর রহমান,কবী জসিম উদ্দিন, লালন শাহ প্রমুখ।