আগামী ২২ নভেম্বর ‘গানে গানে সায়ান’ শীর্ষক কনসার্টে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে গাইবেন সংগীত শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান।
কণ্ঠশিল্পী জয় শাহরিয়ারের প্রতিষ্ঠান আজব কারখানার আয়োজনে অনুষ্ঠিত একক কনসার্ট প্রসঙ্গে শিল্পী সায়ান জানিয়েছেন, ‘আজব কারখানার আয়োজনে অনেক অনেকদিন পর একটা একক গানের আসরে গান গাইবো। অনেক কিছু হলো এর মাঝে। গানের মানুষ হিসেবেই সেই সব তীব্র সময়ের দুঃখ, বেদনা আবার নতুন দিনের আশা আকাঙ্ক্ষার আবেশ নিয়েই হাজির থাকতে চাই সেই আসরে। আপনাদের সঙ্গ সবসময়ই আমার শক্তি।’
গায়ক জয় শাহরিয়ার জানিয়েছেন, ‘সায়ান আপা আমার ও আমাদের প্রিয় শিল্পী। তিনি কনসার্টে সেভাবে উপস্থিত থাকেন না, নিজের মতো নিভৃতেই নিজের সংগীত চর্চা করেন। কিন্তু আমি জানি আমার মতোন অনেকেই তার গান শুনতে উন্মুখ হয়ে থাকে। তাই আমাদের এই আয়োজন গানে গানে সায়ান। আজব কারখানা সবসময় চেষ্টা করবে এমন ভিন্নধরনের আয়োজনের। ঘুরে ফিরে সেই একই ব্যান্ড আর শিল্পীদের কনসার্টের বাইরে এসে সব ধরনের শ্রোতাদের জন্য গানের আয়োজনই আমাদের মূল উদ্দেশ্য।’
উল্লেখ্য, ‘গানে গানে সায়ান’ কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে গেট সেট রক ডট কমে। সমাজ, রাজনীতি, বৈষম্য ও হৃদয়ের গভীর ক্ষতের চিত্র নিজে গানের তুলে ধরা শিল্পী সায়ানের গ্রহণযোগ্যতা শ্রোতা মহলে অনেক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই শিল্পীর গান তাই বিশেষ ভূমিকা দখল করে। সেই শিল্পীর একক সংগীতায়োজনের খবরে খুশি অনেক দর্শকের জন্য আনন্দের।