ভয়কে জয় করলেন দেশের জনপ্রিয় নাটক অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সেই ভয়টা মূলত উচ্চতার যার ভয় কম-বেশি সবারই রয়েছে। তার ওপর সেটা যদি হয় বাঞ্জি, তবে তো ভয়ের মাত্রা সীমানা আরো বেড়ে যায়। তবে এবার সেই ভয়টাই কাবু করলেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।
বেশ কিছুদিন ধরে কানাডা সফরে রয়েছেন হিমি। সেখানকার মন্ট্রিয়াল বাঞ্জিতে ২১০ ফুট উচ্চতা থেকে বাঞ্জি জাম্প দিয়েছেন তিনি। জীবনের প্রথম এ অভিজ্ঞতার আগ মুহূর্তে ভয়ে তটস্থ হয়ে যান হিমি।
পারবেন না পারবেন না বলেও শেষ পর্যন্ত লাফ দেন এবং সুস্থ-স্বাভাবিকভাবেই পরে নেমে আসেন।
লাফ দেওয়ার ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। সেই লাফ দেখে শত শত অনুসারীরা তাদের মন্তব্যে হিমির সাহসের ব্যাপক প্রশংসা যেমন করেছেন।
আজ ১৮ আগস্ট প্রকাশ পেতে যাচ্ছে হিমি ও নিলয় আলমগীর অভিনীত নাটক ‘ঘর ছাড়া’। নাটকটি নির্মাণ করেছেন মহিন খান।