দীর্ঘ ছয় মাস ধরে চলতে থেকে অবশেষে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। বিগ বাজেটের এই বিয়ের আয়োজনগুলোতে মূল আকর্ষণ হিসেবে ছিল রাধিকার আউটফিট। একের পর এক আকর্ষণীয় আউটফিট ও গহনা পরে তাক লাগানোর পর বিয়ের মূল আয়োজনেই কিনা আম্বানি পুত্রবধূ পরেছিলেন পুরানো গহনা! কিন্তু কেন?
রাধিকা তার বিয়েতে পরেছিলেন ফ্যাশন হাউস আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাক। পুরো পোশাকে ছিল ভরাট জারদৌসি কাজ। সঙ্গে তিনি পরেছিলেন ম্যাচিং ওড়না। আর গলায় গহনা পরেছিলেন জোড়োয়ার চোকার আর হীরা পান্নার মিশেলে তৈরি পাঁচ লহরি হার। এছাড়াও ছিল ছিল ম্যাচিং টিকলি, কানে ঝুমকো, রতনচুর ও হীরার চুরি। এই গহনাগুলোর সবই ছিল পুরানো।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, রাধিকা বিয়েতে যত গহনা পরেছেন, সবই তার নানী, মা ও বোনের। ঐতিহ্য ধরে রাখার জন্যই মূলত পরিবারের গহনা বিয়ের জন্য বেঁছে নিয়েছিলেন আম্বানি পুত্রবধূ। তাদের বংশ পরম্পরায় এই রীতি চলে আসছে বলেই জানা গেছে।
প্রসঙ্গত, ১২ জুলাই অনন্ত ও রাধিকার মহাবিবাহ অনুষ্ঠিত হয়। এরপর ১৩ জুলাই ছিল তাদের শুভ আশীর্বাদ এবং ১৪ জুলাই অনুষ্ঠিত হয় জমকালো বিবাহোত্তর সংবর্ধনা বা মঙ্গল উৎসব।