১০ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেতা আফজাল হোসেন। অসুস্থ হয়ে এই অভিনেতার হাসপাতালে ভর্তি হওয়ার খবর যেমন জানা যায় পরিচালক শিহাব শাহীনের কাছ থেকে, এবার অভিনেতার বাসায় ফেরার তথ্যটিও জানা গেলো তার কাছ থেকেই।
শাহীন জানান, “আফজাল ভাই আগের চেয়ে অনেকটাই সুস্থ। এই কারণে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরছেন তিনি।“
বরেণ্য অভিনেতা আফজাল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। ফলশ্রুতিতে তাকে স্থানান্তর করা হয় হাসপাতালের সিসিইউতে।
বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় ফিরেছেন তিনি।
অসুস্থ হওয়ার আগে তিনি অভিনয় করছিলেন শিহাব শাহীন পরিচালিত ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ওয়েব ফিল্মে। তার অসুস্থতার কারণে বাতিল করা হয় সেই ফিল্মের শুটিং।