সম্প্রতি নির্বাচনী মনোনয়ন ফিরে পেয়ে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে লড়বেন অভিনেত্রী মাহিয়া মাহি। ১২ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানালেন অভিনেত্রী নিজে।
নিজের ফেসবুক পোস্টে মাহিয়া মাহি লেখেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। সকলের কাছে আমার জন্য দোয়া চাই আমি যেন আগামি ৭ জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আমার নির্বাচনী এলাকার জনগণের সেবা করতে পারি।”