৫ বছর অপেক্ষার পর ২০২৫ সালের জানুয়ারির ২৩ তারিখ মুক্তি পায় ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। দর্শকদের মন জয় করার পরে এবার সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ফ্লোরিডায় (এসএআইএফএফএফ) তিনটি পুরস্কার পেয়েছে সিনেমাটি।
সিনেমাটি ‘অডিয়েন্স চয়েজ অ্যাওয়ার্ড’ জেতার পাশাপাশি ‘সেরা অভিনেত্রী’-র পুরস্কার পেয়েছেন সিনেমাটির অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এছাড়া ক্যারিয়ারের প্রথম বাংলা ছবি ‘বিনোদিনী’র কারণে ‘বেস্ট ডিরেক্টর’-র খেতাবও পেয়েছেন রামকমল মুখার্জী।
পুরস্কার পাওয়ার প্রসঙ্গে পরিচালক ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘দর্শকদের ভালোবাসার পরে আন্তর্জাতিক স্তরে সম্মান পেল ছবিটা। রিঅ্যাকশনগুলো পেয়ে মনে হয়েছে যাবতীয় কষ্ট সার্থক। ফ্লোরিডায় হাউজফুল শো ও তারপরে তিনটা অ্যাওয়ার্ড পাব, এটা ভাবতেই পারিনি’।
তিনি আরো জানান, ‘রুক্মিণী ও পুরো ইউনিটের সবার কঠোর পরিশ্রম ছিল। তাই বেশ কয়েকটা বিভাগে এভাবে স্বীকৃতি পাওয়া দারুণ আনন্দ দিয়েছে। ছবির কস্টিউম, সিনেমাটোগ্রাফিও সকলের পছন্দ হয়েছে।
এছাড়াও ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইম্সের বরাত দিয়ে পরিচালক জানান, ‘এটা বিশাল একটা প্রাপ্তি। আমি সেরা পরিচালক পুরস্কার পেয়েছি, রুক্মিণী সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছে। আর ছবিটি সেরা দর্শকদের পছন্দের পুরস্কার পেয়েছে। ইতিমধ্যেই সারা দেশে মুক্তি পেলেও, বিনোদিনী যে আমেরিকায় গেল, বিনোদিনীর গল্প যে বিদেশে গেল, সম্মান পেল সেটার অনুভূতি বলে বোঝানো যাবে না। আমার মনে হয় এখান থেকে আমাদের সফরটা আসলে শুরু হল। আমি আর রুক্মিণী যেটা সবসময় বলি যে পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত। আমার মনে হয় আমাদের বিনোদিনীর সফরের এটা কোথাও একটা মধ্যান্তর। সিনেমাটা শেষ হয়নি এখনও।’
এই ছবিতে নাম ভূমিকায় আছেন রুক্মিণী মৈত্র। আরো আছেন মীর আফসার আলি, ওম সাহানি, কৌশিক গঙ্গোপাধ্যায় প্রমুখ। ছবির প্রযোজনার দায়িত্বে ছিলো দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড এবং প্রমোদ ফিল্মস।
বিনোদিনী’র পর সামনে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ নিয়ে আসছেন পরিচালক রামকমল মুখার্জী।