Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ৭, ২০২৫

ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশী তারকাদের প্রার্থনা

আজ ৭ এপ্রিল সারা বিশ্বে ইসরায়েল কর্তৃক গাজাবাসীর উপরে পরিচালিত গণহত্যার বিরুদ্ধে চলছে ধর্মঘট আন্দোলন। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের শোবিজ জগতের তারকারাও সংহতি জানিয়েছেন এই আন্দোলনে এবং লিখেছেন তাদের সমবেদনার কথা।

ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনের দুটি এলাকার ছবি শেয়ার করে ফেসবুকে অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘গাজায় নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল। পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে। বিশ্ববাসীর প্রতিবাদে ইসরায়েল ভ্রুক্ষেপ করবে না, সেটা জানি। কিন্তু বাকি বিশ্ব? বিশ্বের বড় বড় নেতারা? এভাবে বেশুমার শিশুহত্যা, নারীহত্যা, গণহত্যা সবার চোখের সামনে চলতে থাকবে? মানুষের হৃদয়ের ওপর থেকে পর্দা সরুক। ফিলিস্তিনিরা মানুষের মতো বাঁচার সুযোগ পাক’।

নায়ক শাকিব খান লিখেছেন, ‘গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি আজ নির্যাতিত মানুষের প্রতীক! তাদের পাশে আছি ভালোবাসা, সংহতি, আর শান্তির প্রত্যাশায়।’

সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান এবারও ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লিখেছেন গান। ফেসবুকে শেয়ার করেছেন সেই গানের কথা। সেখানে লেখা, ‘গাজা কোনো দিন শেষ হয়ে যাবে না তো, আমরা সবাই গাজা হব আজ থেকে। সেই যাত্রাই আজ থেকে হোক শুরু, পৃথিবীটা যাক প্যালেস্টাইন হয়ে….।’

অভিনেতা আব্দুন নূর সজল লিখেছেন, ‘মনুষ্যত্ব কোথায়? এসব কি কোনো মানুষের কাজ হতে পারে? প্লিজ সাপোর্ট গাজা।’

অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন, ‘আমি যখন এই পোস্ট লিখছি, ততক্ষণে গাজার অস্তিত্ব কি মুছে গেছে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারব? …এই যে ঈদের পরপরই তাদের ওপর নরক নেমে এল, তার দায় কি এই পৃথিবী নেবে না? এই ওয়ার্ল্ড লিডারস, ইসলামিক স্কলারস, নোবেল লরিয়েটস, সাধারণ মানুষ, আমরা কেউ কি এড়াতে পারব এর দায়?’

নাসির উদ্দিন খান লেখেন, ‘দেশ-বিদেশের সব অসহায়-নির্যাতিত মানুষের জায়গায়, সব নিপীড়িত জনপদে নিজেকে, নিজের পরিবারকে কল্পনা করে আতঙ্কিত হই প্রতিনিয়ত। যতই আশার আলো খুঁজতে যাই না কেন, জানি কখনোই আর শান্ত হবে না এই নষ্ট পৃথিবী। তবু আশা রাখি মনে, ছোটবেলা থেকে দেখে আসা ফিলিস্তিনবাসীর সংগ্রাম সফল হবে কোনো এক দিন’।  

শাহনাজ খুশি লিখেছেন, ‘মানুষ সভ্যতার জন‍্য জ্ঞান অর্জন করে সবচেয়ে বেশি মানুষেরই ক্ষতি করেছে! আহা জীবন!’

জাকিয়া বারী মম লেখেন, ‘মানুষ না, যেন নিষ্প্রাণ পুতুল।’

চিত্রনায়িকা আঁচল আঁখি লিখেছেন, ‘যত দিন এই দুনিয়া আছে, তত দিন গাজা ও ফিলিস্তিন থাকবে ইনশা আল্লাহ। এই যুদ্ধে ফিলিস্তিন আবারও বিজয় লাভ করবে ইনশা আল্লাহ।’

সংগীতশিল্পী আসিফ আকবর লিখেছেন, ‘বিদায় রাফাহ-গাজার জান্নাতি শহীদেরা। শ্রেষ্ঠ ধর্মের অনুসারী আর তাদের নিকৃষ্ট শাসকেরা আনন্দে থাকুক জ্বলন্ত জমিনের দোজখে…।’

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘আমার স্ক্রিনটাইম খুবই কম কিন্তু গল্পে চরিত্রটার ইমপেক্ট রয়েছে’  

বেশ দাপট নিয়ে হলগুলোতে চলছে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দাগি’। উন্মুখ হয়ে সিনেমাটি দেখতে যাচ্ছে দর্শকরা।…
0
Share