Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

প্রশংসায় ভাসছে ‘আমরণ’

‘আমরণ’ সিনেমার পোস্টারে দক্ষিণী সাই পল্লবী ও শিবাকার্তিকেয়ান | ছবি: আইএমডিবি

ভারতীয় সেনাবাহিনীদের নিয়ে নির্মিত বায়োপিক গুলো বর্তমানে রয়েছে দর্শকপ্রিয়তার শীর্ষে। ‘উরি’ থেকে ‘শেরশাহ’ দিয়ে বলিউডের পর ‘আমরণ’ সিনেমা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বাহবা পেল আরেক ইন্ডিয়ান আর্মি অফিসারের বায়োপিক।

গেল ৩১ অক্টোবর বিশ্বের ৬ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দক্ষিণী সাই পল্লবী ও শিবাকার্তিকেয়ান অভিনীত ‘আমরণ’। দিওয়ালী উপ্লক্ষে মুক্তি প্রাপ্ত ‘ভুল ভুলাইয়া থ্রি’ ও ‘সিংঘাম অ্যাগেইন’ সিনেমার দাপটে কিছুটা আড়ালেই পরে গিয়েছিল অসাধারণ এই তামিল সিনেমাটি। ভারতীয় বক্স অফিসের তথ্য অনুযায়ী, প্রথম সপ্তাহে আয়ের হিসেবে ‘আমরণ’  নাম লিখিয়েছে ১০০ কোটির ক্লাবে। আর বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১৬৮ কোটি রুপি। সহজ হিসেবে ১৩০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি এরই মধ্যে পেয়েছে হিট সিনেমার তকমা! ‘আমরণ’ বর্তমানে তৃতীয় সর্বোচ্চ আয়কারী তামিল সিনেমা হিসেবেও গড়েছে রেকর্ড।

এই সিনেমা প্রশংসিত হয়েছে এটির টানটান চিত্রনাট্য, অভিনয়, আবহসংগীত আর নির্মাণের গুণে। এছাড়াও ‘আমরণ’ সিনেমায় আবেগকে যেভাবে নির্মাতারা তুলে আনতে পেরেছেন দর্শক-সমালোচক থেকে শুরু করে ভারতীয় বক্স অফিস নিজেও।

ছবিটি তৈরি হয়েছে শিব অরোরা ও রাহুল সিংয়ের লেখা বই ‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস: ট্রু স্টোরিজ অব মডার্ন মিলিটারি হিরোজ’ অবলম্বনে। সিনেমার গল্প এগিয়েছে মেজর মুকুন্দ ভারদারাজনের জীবনকে কেন্দ্র করে। মূলত ২০১৪ সালে কাশ্মীরের কাজীপাথারি গ্রামে অপারেশন পরিচালনা করে ভারত। এটি ‘কাজীপাথারি অপারেশন’ নামেই পরিচিত। ‘আমরণ’ সিনেমায় মেজরের চরিত্র রূপায়ন করেছেন শিবাকার্তিকেয়ান ও তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে।   

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভিয়েতনামে পুরস্কৃত হলো আফসানা মিমির প্রজেক্ট

নির্মাতা হিসেবে আরও একবার নিজেকে প্রমাণ করলেন আফসানা মিমি। এবার পরিচালক হয়েছে দেশের জন্য আন্তর্জাতিক সম্মান বয়ে…

‘জিগরা’ ছবির ভরাডুবির পর আলিয়ার মন যে দিকে

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিগরা’। যা প্রযোজক ও পরিচালক করণ জোহরের সাথে যৌথভাবে…
0
Share